১. ২০২১ সালে নোবেল বিজয়ী মোট কতজন?
উত্তরঃ ১৩ জন (১২ জন পুরুষ, ১ জন নারী)
২. ২০২১ সালে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে?
উত্তরঃ ডেভিড ম্যাকমিলান (৫৩ বছর)
৩. ২০২১ সালে বয়োজ্যেষ্ঠ নোবেল বিজয়ী কে?
উত্তরঃ সুকুরো মানাবে (৯০ বছর)
৪. নোবেল পুরস্কারের অর্থ মূ্ল্য কত?
উত্তরঃ ১ কোটি ক্রোনার
৫. ২০২১ সালে চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরুস্কার ঘোষণা করা হয় কখন?
উত্তরঃ ৪ অক্টোবর
৬. নোবেল পুরস্কার কয়টি বিষয়ে প্রদান করা হয়?
উত্তরঃ ৬টি
৭. কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ ১৯০১ সাল
৮. ২০২১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন…
উত্তরঃ ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাটাপুটিয়ান
৯. ডেভিড জুলিয়াসের জন্ম কোথায় ও কখন?
উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (৪ নভেম্বর ১৯৫৫)
১০. আর্ডেম পাটাপুটিয়ানের জন্ম কোথায় ও কখন?
উত্তরঃ বৈরুত, লেবানন (২ অক্টোবর ১৯৬৭)
১১. ২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন…
উত্তরঃ সুকুরো মানাবে, জর্জিও পারিসি ও ক্লাউস হাসেলমান
১২. এ বছর পদার্থবিদ্যার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় কখন?
উত্তরঃ ৫ অক্টোবর ২০২১
১৩. সুকুরো মানাবের জন্ম কোথায় ও কখন?
উত্তরঃ সিনজু, জাপান (২১ সেপ্টেম্বর ১৯৩১)
১৪. ক্লাউস হাসেলমানের জন্ম কোথায় ও কখন?
উত্তরঃ হামবুর্গ, জার্মানি (২৫ অক্টোবর ১৯৩১)
১৫. জর্জিও পারিসির জন্ম কোথায় ও কখন?
উত্তরঃ রোম, ইতালি (৪ আগস্ট ১৯৪৮)
১৬. এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় কখন?
উত্তরঃ ১১ অক্টোবর ২০২১
১৭. এ বছর অথীনীতিতে নোবেল পেয়েছেন…
উত্তরঃ ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস
১৮. ডেভিড কার্ড এর জন্ম…
উত্তরঃ গুয়েলফ, কানাডা (১৯৫৬ সালে)
১৯. জোশুয়া ডি অ্যাংরিস্ট এর জন্ম…
উত্তরঃ কলম্বাস, যুক্তরাষ্ট্র (১৮ সেপ্টেম্বর ১৯৬০)
২০. গুইডো ডব্লিউ ইমবেনসের জন্ম…
উত্তরঃ নেদারল্যান্ডস (৩ সেপ্টেম্বর ১৯৬৩)
২১. সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৭ অক্টোবর ২০২১
২২. ২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন…
উত্তরঃ আবদুলরাজাক গুরনাহ
২৩. আবদুলরাজাক গুরনাহ এর জন্ম…
উত্তরঃ তানজানিয়া (২০ ডিসেম্বর ১৯৪৮)
২৪. প্রথম তানজানিয়ান নোবেল বিজয়ী কে?
উত্তরঃ আবদুলরাজাক গুরনাহ
২৫. ২০২১ সালে রসায়নে নোবেল পেয়েছেন…
উত্তরঃ বেঞ্জামিন লিস্ট ও ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান
২৬. বেঞ্জামিন এর জন্ম…
উত্তরঃ ফ্রাঙ্কফুর্ট, জার্মানি (১১ জানুয়ারি ১৯৬৮)
২৭. ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান এর জন্ম…
উত্তরঃ বেনশিল, যুক্তরাজ্য (১৬ মার্চ ১৯৬৮)
২৮. এ বছর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৮ অক্টোবর ২০২১
২৯. ২০২১ সালে শান্তিতে নোবেল পেয়েছেন…
উত্তরঃ মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
৩০. মারিয়া রেসার জন্ম…
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন (২ অক্টোবর ১৯৬৩)
৩১. দিমিত্রি মুরাতভ এর জন্ম…
উত্তরঃ সামারা, রাশিয়া (৩০ অক্টোবর ১৯৬১)
৩২. মারিসা রেসার পেশা কি?
উত্তরঃ সাংবাদিকতা
৩৩. দিমিত্র্রি মুরাতভের পেশা কি?
উত্তরঃ সাংবাদিকতা
৩৪. আবদুলরাজাক গুরনাহ মোট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তরঃ ১০টি
৩৫. প্যারাডাইস উপন্যাসের লেখক কে?
উত্তরঃ আবদুলরাজাক গুরনাহ
৩৬. ২০২১ সালে কেন রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য
উত্তরঃ ফিজিক্যাল কমপ্লেক্স সিস্টেম বা জটিল ভৌত ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য
Post a Comment