১. বাংলাদেশের সুইজাল্যান্ড নামে খ্যাত…
উত্তরঃ টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
২. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ…
উত্তরঃ জুলাই ২০২০ – জুন ২০২৫
৩. বিশ্ববিখ্যাত বৌদ্ধ পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান…
উত্তরঃ বিক্রমপুর, মুন্সিগঞ্জ
৪. রিখটার স্কেল ব্যবহার করা হয়…
উত্তরঃ ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য
৫. ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন…
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ
৬. বাংলাদেশের যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার নাম মান্দি…
উত্তরঃ গারো
৭. ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়…
উত্তরঃ ১৮৭৫ সালে
৮. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ যে মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপন
করা হয়…
উত্তরঃ ফ্যালকন-৯
৯. গণহত্যা দিবস…
উত্তরঃ ২৫ মার্চ
১০. বাংলা্র ‘দার্জিলিং’ নামে খ্যাত যে পাহাড়…
উত্তরঃ চিম্বুক পাহাড়
১১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশন…
উত্তরঃ নাথান কমিশন
১২. শিল্পাচার্য জয়নুল আবেদীনের কবর কোথায়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে
১৩. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হয় কবে থেকে?
উত্তরঃ ১ জুলাই ২০১৯
১৪. দেশের প্রথম লোহার খনি আবিস্কৃত হয়…
উত্তরঃ হাকিমপুর, দিনাজপুর
১৫. বাংলাদেশের প্রথম পানি জাদুঘর অবস্থিত কোথায়?
উত্তরঃ কলাপাড়া, পটুয়াখালী
১৬. ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে…
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
১৭. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
উত্তরঃ বিএনএস শেখ হাসিনা
১৮. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
উত্তরঃ এটর্নি জেনারেল
১৯. আয়তনের দিক থেকে বাংলাদেশর বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ রাঙামাটি
২০. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে?
উত্তরঃ কামরুল হাসান
২১. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস
২২. বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তরঃ ৪,৫৭১টি (পরিবর্তনযোগ্য)
২৩. দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ রয়েছে কত জন?
উত্তরঃ ১০টি
২৪. বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কারা?
উত্তরঃ অস্ট্রিক
২৫. মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে অস্ত্রাগার লুন্ঠন করেন কখন?
উত্তরঃ ১৮ এপ্রিল ১৯৩০
২৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়…
উত্তরঃ ৩০ জানুয়ারি ১৯৫২
২৭. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের সময় পূর্ব পাকিস্তানে যে আন্দোলন
চলছিল…
উত্তরঃ অসহযোগ আন্দোলন
২৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে মোট তারকা চিহ্ন কতটি?
উত্তরঃ ৪টি
২৯. নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত…
উত্তরঃ হারুকান্দি, ফরিদপুর
৩০. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬১ সালে
Post a Comment