ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি সাধারণ জ্ঞান – বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিষয়াবলি

 

১. বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি। মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম

২. স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩. আদম/জনশুমারি কত বছর পর পর হয়?
উত্তরঃ ১০ বছর

৪. ‘ভারতের নেপোলিয়ন’ হিসেবে কাকে অবহিত করা হয়?
উত্তরঃ চন্দ্রগুপ্তকে

৫. বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৭২ সালে

৬. কি বার জাতীয় সংসদের বেসরকারি দিবস?
উত্তরঃ বৃহস্পতিবার

৭. কে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮. বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায়?
উত্তরঃ জকিগঞ্জ, সিলেট

৯. জিডিপি’তে সেবা খাতের অবদান কত?
উত্তরঃ ৫১.৫৩%

১০. কবে শেখ রাসেল দিবস?
উত্তরঃ ১৮ অক্টোবর

১১. কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম অরণ্য?
উত্তরঃ তৈগা

১২. ফালুন গং কি?
উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন

১৩. চীনের সর্বশেষ সম্রাটের নাম কি?
উত্তরঃ সম্রাট লুই

১৪. ইরাক কবে কুয়েত দখল করে?
উত্তরঃ ২ আগস্ট ১৯৯০

১৫. ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ আমান

১৬. ইহুদিবাদের প্রবক্ত কে?
উত্তরঃ থিওডোর হার্জল

১৭. ‘পাঞ্জশির’ শব্দের অর্থ কি?
উত্তরঃ পাঁচ সিংহ

১৮. তালেবান সরকারের প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

১৯. ভারতের তৈরি প্রথম বিমানবহী রণতরীর নাম কি?
উত্তরঃ আইএনএস ভিকরান্ট

২০. আইএলও প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯১৯ সালে

২১. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড

২২. কবে আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয়?
উত্তরঃ ১৭ জুলাই ১৯৭৩

২৩. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কি?
উত্তরঃ স্বাধীন ভূমি বা মুক্তভূমি

২৪. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চালের লোকসংগীত?
উত্তরঃ রাজশাহী

২৫. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

২৬. ৭ মার্চের ভাষণকে কত তারিখে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭

২৭. কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস?
উত্তরঃ ২ মার্চ

২৮. ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
উত্তরঃ স্পারসো

২৯. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে কতটি লক্ষ্য রয়েছে?
উত্তরঃ ১৭ টি

৩০. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ৯ মে ১৯৫৪

৩১. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ এইচ এম কামারুজ্জামান

৩২. মুঘল আমলে ঢাকার নাম কি ছিল?
উত্তরঃ জাহাঙ্গীরনগর

৩৩. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
উত্তরঃ ম্যাগনা কার্টা

৩৪. জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দিন?
উত্তরঃ ৬ আগস্ট ১৯৪৫

৩৫. ‘The Origin of Species’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ চার্লস রবার্ট ডারউইন

৩৬. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান

৩৭. কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসাবে স্বীকৃত?
উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়

৩৮. বাংলাদেশের জাতীয় মনোগ্রামের নকশাকার কে?
উত্তরঃ কামরুল হাসান

৩৯. কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা?
উত্তরঃ সিয়েরা লিওন

৪০. GSP এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Genaralized System of Preferences

৪১. আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যগরিষ্ঠ?
উত্তরঃ পশতুন

৪২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন?
উত্তরঃ ৩৫জন

৪৩. স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের ‘নাইট’ উপাধি লাভ করেন?
উত্তরঃ ফজলে হাসান আবেদ

৪৪. কোন দেশের সাথে সিরিয়া তার সীমানা ভাগ করে না?
উত্তরঃ ইরান

৪৫. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ সিকিম

৪৬. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শামসুজ্জোহা কোন আন্দোলনে শহীন হন?
উত্তরঃ ১৯৬৯ এর গণ অভ্যুত্থান

৪৭. মুক্তিযুদ্ধ মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও

৪৮. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনা মসজিদ

৪৯. কোন দেশটির চীনের সাথে সীমানা নেই?
উত্তরঃ থাইল্যান্ড

৫০. বিটকয়েন কি?
উত্তরঃ ক্রিপ্টোকারেন্সি

৫১. কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না?
উত্তরঃ হলুদ

৫২. পৃথিবীর সবচেয়ে ঘনবসতি পূর্ণ দেশ কোনটি?
উত্তরঃ মোনাকো

৫৩. ২০২১ সালের ৩২তম টোকিও অলিম্পিকে স্বর্ণ বিজয়ে জাপানের অবস্থান কততম?
উত্তরঃ ৩য়

৫৪. ঐতিহাসিক ৬ দফা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৭ জুন

৫৫. বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গতকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন

Post a Comment

Previous Post Next Post