নিয়োগ পরীক্ষা প্রস্তুতি মডেল টেস্ট ৫৪টি প্রশ্নোত্তর

 

১. বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো কী কী?
উত্তরঃ ধ্বনি, শব্দ, বাক্য

২. কোন বানানটি সঠিক?
উত্তরঃ মুমূর্ষু

৩. ‘এ এক বিরাট সত্য’ এখানে সত্য কোন শব্দ রুপে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বিশেষ্য

৪. নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
উত্তরঃ ডাকাত

৫. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন…
উত্তরঃ শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ

৬. নন্দিত-নিন্দিত কিসের উদাহরণ?
উত্তরঃ বিপরীত শব্দ

৭. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
উত্তরঃ হাতি/ পাখি

৮. Quotation এর পারিভাষিক শব্দ কি?
উত্তরঃ মূল্যজ্ঞাপন/ দরপত্র

৯. রামগরুড়ের ছানা কথাটির অর্থ কি?
উত্তরঃ গোমড়ামুখো লোক

১০. বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ আরেক ফাল্গুন

১১. In English grammar…deals with formation for sentence.
উত্তরঃ
Syntex

12. The old man and the sea, writer name is …
উত্তরঃ
Ernest Hemingway

13. I opened the door as soon as I…the bell.
উত্তরঃ
heard

14. The poor are not always unhappy ‘The poor’ is…Noun?
উত্তরঃ Plural Common

15. In the word ‘hyper sensitive’ the prefix ‘hyper’ means…
উত্তরঃ Extreme

16. Whom do you want? Change into passive.
উত্তরঃ Who is wanted by you?

17. We need two hundred dollars…this to pay for everything.
উত্তরঃ besides

18. Which is known as romantic period of English literature?
উত্তরঃ 1798 to 1932

19. What is the synonym of delude?
উত্তরঃ
Deceive

20. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় র্পূবাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
উত্তরঃ ৭২০ টাকা

২১. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুন। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
উত্তরঃ ১২৮ মিটার

২২. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার হয় তবে পানির পরিমাণ কত?
উত্তরঃ ৪ লিটার

২৩. ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ১৫ টি

২৪. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
উত্তরঃ ২৫

২৫. টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%

২৬. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যেকোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
উত্তরঃ ২৫ টাকা

২৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তরঃ ১২ মে ২০১৮ সালে (বাংলাদেশ সময়)

২৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি প্রদান করেন?
উত্তরঃ ২০ অক্টোবর

২৯. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হন কত বছর বয়সে?
উত্তরঃ ৩৪

৩০. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ৬৪ টি

৩১. মুক্তিযুদ্ধের সময় কয়টি বিগ্রেড ফোর্স গঠন করা হয়?
উত্তরঃ ৩টি

৩২. বাংলাদেশের সর্বপ্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ২০২০

৩৩. মুজিববর্ষ সমাপ্তের তারিখ কত?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ২০২১

৩৪. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ১৫৩টি

৩৫. বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত বর্গ কি.মি.?
উত্তরঃ ১,১৮,৮১৩ বর্গ কি.মি.

৩৬. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি পার্বত্য জেলা

৩৭. বাংলাদেশের দীর্ঘতম রেলপথ কোনটি?
উত্তরঃ ঢাকা-পঞ্চগর

৩৮. বুড়িমাড়ী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ পাটগ্রাম

৩৯. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৪.৮ কি.মি.

৪০. গ্রান্ড সুলতান হোটেল কোথায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার

৪১. নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
উত্তরঃ আর্মেনিয়-আজারবাইজান

৪২. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার কত তারিখে লাভ করেন?
উত্তরঃ ২০ সেপ্টেম্বর ২০২১

৪৩. বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি?
উত্তরঃ অ্যান্তনিও গুতেরেস

৪৪. ওডারনীস নদী…
উত্তরঃ পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

৪৫. বিশ্বব্যাংক কবে কার্যক্রম শুরু করে?
উত্তরঃ ২৫শে জুন ১৯৪৬

৪৬. সত্যি কথা বললে অনেকেরই…লাগে।
উত্তরঃ আঁতে ঘা

৪৭. I could not sleep…very tried?
উত্তরঃ
Although I was

48. প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। এটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ অস্তিবাচক

৪৯. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

১৩

২০

২৭

?

৪১

উত্তরঃ ৩৪

৫০. ইসলাম…স্বীকার করেনা।
উত্তরঃ বৈরাগ্যকে

৫১. বর্তমানে বাংলাদেশে কিসে এমআইসিআর টেকনোলজি ব্যবহার করে?
উত্তরঃ ব্যাংকের চেক বই এ

৫২. কম্পিউটার ভাইরাস কি?
উত্তরঃ একটি প্রোগ্রাম

৫৩. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রটোকল কোনটি?
উত্তরঃ
POP-3

54. সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে?
উত্তরঃ লজিক্যাল

Post a Comment

Previous Post Next Post