১. মুক্তিবাহিনী কারা?
উত্তরঃ মুক্তিযুদ্ধে সংগঠিত সশস্ত্র বাহিনী
২. শুরুতে মুক্তিবাহিনীর নাম কি ছিল?
উত্তরঃ মুক্তিফৌজ
৩. ফৌজ শব্দের অর্থ কি?
উত্তরঃ সৈন্যদল বা বহিনী, এটি মূলত আরবি শব্দ
৪. মুক্তিবাহিনী গঠনের উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করে স্বাধীনতা অর্জন করা
৫. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ কর্নেল এম এ জি ওসমানী
৭. মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তরঃ কর্নেল (অব.) আবদুর রব
৮. বিমানবাহিনীর প্রধান ও উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
৯. সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য কতটি
নিয়মিত ব্রিগেড গঠন করা হয়?
উত্তরঃ ৩টি। জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স
১০. সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত ব্রিগেড গঠন করেন কে?
উত্তরঃ কর্ণেল এম এ জি ওসমানী
১১. জেড ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়?
উত্তরঃ ১১ জুলাই ১৯৭১
১২. কার নামানুসারে জেড ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তরঃ মেজর জিয়াউর রহমান
১৩. কে ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়?
উত্তরঃ ৭ অক্টোবর ১৯৭১
১৪. কার নামানুসারে কে ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তরঃ মেজর খালেদ মোশাররফ
১৫. কবে এস ফোর্স বিগ্রেড গঠন করা হয়?
উত্তরঃ ১ অক্টোবর ১৯৭১
১৬. এস ফোর্স কার নামানুসারে গঠন করা হয়?
উত্তরঃ মেজর কে এম সফিউল্লাহ
১৭. ক্র্যাক প্লাটুন কি?
উত্তরঃ মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা
শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ
মুক্তিযোদ্ধাদের সংগঠিত গেরিলা দল
১৮. ক্র্যাক প্লাটুন কোন পদ্ধতিতে ঝটিকা আক্রমণ করে গেরিলা অপারেশনে অংশ নিত?
উত্তরঃ হিট অ্যান্ড রান
১৯. মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কম সময়ের দুর্ধর্ষ অপারেশন কোনটি?
উত্তরঃ অপারেশন ফার্মগেট
২০. সম্মিলিত আক্রমণে ভারতের কোন কমান্ড অংশগ্রহণ করে?
উত্তরঃ পূর্বাঞ্চলীয় কমান্ড
২১. মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চালীয় কমান্ডের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ লে. জেলারেল জগজিৎ সিং অরোরা
২২. ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ কলকাতায়
২৩. মিত্রবাহিনী কারা?
উত্তরঃ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়
২৪. মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ কমান্ড কবে গঠিত হয়?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৭১
২৫. যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
২৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরাসরি অংশগ্রহণ করে কবে?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৭১
২৭. যৌথবাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর ১৯৭১
২৮. যৌথবাহিনী কাদের নিয়ে গঠিত হয়?
উত্তরঃ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে
২৯. মুক্তিযুদ্ধের ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চালীয় কমান্ডের চিফ অব স্টাফ
কে ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল জ্যাকব ফ্রেডারিক রালফ জ্যাকব (জে এফ আর জ্যাকব)
৩০. পাকিস্তানি বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে?
উত্তরঃ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা
৩১. ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ কে ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল গুল হাসান খান
৩২. পাকিস্তানি বাহিনীর ৩০ হাজার সৈন্য অস্ত্র সমর্পণ করে কখন?
উত্তরঃ ১৯ ডিসেম্বর ১৯৭১
৩৩. মিত্রবাহিনীর পক্ষে অস্ত্র গ্রহণ করেন কে?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
৩৪. মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ
৩৫. মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তরঃ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
৩৬. স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু
হয় কবে?
উত্তরঃ ১২ মার্চ ১৯৭২
৩৭. ২৫ মার্চ ১৯৭১ পাকিস্তানি হানাদর বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ
করেছিল কোন বাহিনী?
উত্তরঃ বাংলাদেশ পুলিশ
৩৮. বাংলাদেশ পুলিশ কোথায় সশস্ত্র প্রতিরোধ করেছিল?
উত্তরঃ রাজারবাগ পুলিশ লাইনস্
৩৯. রাজারবাগ পুলিশ লাইনসে হানাদার বাহিনীর আক্রমণের বার্তা কে ওয়্যারলেসের
জানান?
উত্তরঃ ওয়্যারলেস অপারেটর কনস্টেবল শাহজাহান মিয়া
৪০. কয়টি জেলা ও সাব ডিভিশন এ ওয়্যারলেসে এ আক্রমণের কথা জানানো হয়?
উত্তরঃ দেশের ১৯টি জেলা, ৩৬টি সাব ডিভিশনে
৪১. মুক্তিযুদ্ধের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কে ছিলেন?
উত্তরঃ তসলিম উদ্দিন আহমেদ
৪২. বাংলাদেশ আনসার বাহিনী কবে কোথায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে
গার্ড অব অনার দেয়?
উত্তরঃ ১৭ এপিল ১৯৭১, মেহেরপুরের আম্রকাননে (মুজিবনগরে)
৪৩. কার নেতৃত্বে আনসারের ১২ জনের একটি দল গার্ড অব অনার দেয়?
উত্তরঃ ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক মাহবুব উদ্দিন আহমদের
৪৪. মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর কোন অস্ত্র স্বাধীনতা যুদ্ধের মুল শক্তি?
উত্তরঃ ৪০ হাজার ত্রি নট ত্রি রাইফেল
৪৫. বাংলাদেশ আনসার গঠিত হয় কবে?
উত্তরঃ ১২ ফেব্রুয়ারি ১৯৪৮
৪৬. পাকহানাদর বাহিনী ঢাকার পিলখানাস্থ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস
বর্তমান বিজিব’র সদর দপ্তর আক্রমণ করে কবে?
উত্তরঃ ২৫ মার্চ ১৯৭১ (রাতে)
৪৭. ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে
৪৮. মুজিব বহিনী কাদের নিয়ে গঠিত হয়?
উত্তরঃ আওয়ামী লীগ ও এর ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে
৪৯. মুজিব বাহিনীর কেন্দ্রীয় কমান্ডারকে ছিলেন?
উত্তরঃ তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, শেখ ফজলুল হক মনি
৫০. মুজিব বাহিনীকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ৪টি
৫১. মুজিব বাহিনীর নেতৃত্ব ছিল কত সদস্যের কেন্দ্রীয় কমান্ড?
উত্তরঃ ১৯ সদস্যের
৫২. মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কে?
উত্তরঃ শেখ ফজলুল হক মনি
৫৩. বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর ১৯৭১
৫৪. কাদের নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়?
উত্তরঃ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী
৫৫. বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় কবে?
উত্তরঃ এপ্রিল ১৯৭১
৫৬. বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম
গোলন্দাজ ইউনিটের নাম কি?
উত্তরঃ মুজিব ব্যাটারি
৫৭. বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিট মুজিব ব্যাটারি কবে কোথায় কার্যক্রম
শুরু করে?
উত্তরঃ ১২ জুলাই ১৯৭১, ভারতের ত্রিপুরা রাজ্যের কোনাবনে
৫৮. মুজিব ব্যাটারি মুক্তিবাহিনীর কোন ফোর্সের অধীনে ছিল?
উত্তরঃ কে ফোর্সের
৫৯. বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয় কবে?
উত্তরঃ জুলাই ১৯৭১
৬০. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌবহরের নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু নৌবহর, উদ্বোধন ৯ ডিসেম্বর ১৯৭১
৬১. বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি গানবোট নিয়ে যাত্রা শুরু করে?
উত্তরঃ ভারত থেকে প্রাপ্ত পদ্মা ও পলাশ
৬২. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ডো বাহিনীর পরিচালিত প্রথম অভিযানের নাম
কি?
উত্তরঃ অপারেশন জ্যাকপট
৬৩. অপারেশন জ্যাকপট কি ধরনের অভিযান ছিল?
উত্তরঃ আত্মঘাতী অপারেশন
৬৪. অপারেশন জ্যাকপট কবে পরিচালনা করা হয়?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৭১ (রাত ১২ টায়) অর্থাৎ ১৬ আগস্ট ১৯৭১ প্রথম প্রহরে
৬৫. অপারেশন জ্যাকপট একই সময়ে কোথায় কোথায় পরিচালিত হয়?
উত্তরঃ চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর চাঁদপুর ও নারায়নগঞ্জ নদী বন্দরে
৬৬. বাংলাদেশ বিমান বাহিনী কবে কোথায় গঠিত হয়?
উত্তরঃ ২৮ সেপ্টেম্বর ১৯৭১ সালে, ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে
৬৭. বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম ইউনিটের নাম কি?
উত্তরঃ কিলো ফ্লাইট
৬৮. কে, কবে কিলো ফ্লাইট ইউনিটের অধিনায়কের দায়িত্বগ্রহণ করেন?
উত্তরঃ ২ অক্টোবর ১৯৭১, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ
৬৯. মুক্তিযুদ্ধের সময় কিলো ফ্লাইট প্রথম বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ
করে কবে?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৭১
৭০. কার নামে ইংরেজি আদ্যাক্ষর কে এর সঙ্গে মিল রেখে ইউনিটের নামকরণ করা
হয় কিলো ফ্লাইট?
উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
Post a Comment