সরকারি নিয়োগ পরীক্ষা শেষ সময়ের প্রস্তুতি বাংলা

 

১. সদ্যোজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ সদ্যঃ + জাত

২. হ্ম যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
উত্তরঃ হ্ + ম

৩. Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কি?
উত্তরঃ অবচেতন

৪. অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বহিরঙ্গ

৫. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কতটি?
উত্তরঃ ৬টি

৬. জানালা কোন ধরনের শব্দ?
উত্তরঃ পর্তুগিজ শব্দ

৭. জলে-স্থলে কোন সমাস?
উত্তরঃ অলুক দ্বন্দ্ব

৮. সমাসের রীতি কোথা থেকে এসেছে?
উত্তরঃ সংস্কৃত থেকে

৯. ব্যাকরণ কৌমুদী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১০. আড়চোখে শব্দে আড় উপসর্গটি কোন অর্থ প্রকাশ করছে?
উত্তরঃ বক্র

১১. ‘কম কথা বলে যে’ এর বাক্য সংকোচন কি?
উত্তরঃ মিতভাষী

১২. ‘কাপুড়ে বাবু’ বাগধারার অর্থ কি?
উত্তরঃ ভন্ড

১৩. ‘প্রাচীন’ এর স্ত্রীবাচক শব্দ কি?
উত্তরঃ প্রাচীনা

১৪. ‘সুপ্ত’ এর প্রকৃতি ও প্রত্যয় কি?
উত্তরঃ
স্বপ্ +ক্ত

১৫. কোন সালকে বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ বলা হয়?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ

১৬. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৭. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কতটি খন্ডে বিভক্ত?
উত্তরঃ ১৩টি

১৮. বৈষ্ণব পদাবলির প্রথম কবি কে?
উত্তরঃ বিদ্যাপতি

১৯. ‘চন্ডীমঙ্গল’ কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা কে?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

২০. ‘শাহনামা’ প্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ফেরদৌসী

২১. মুসলমান কবি রচিত প্রাচীন তম বাংলা কাব্য কোনটি?
উত্তরঃ ইউসুফ জোলেখা

২২. আলাওল কে ছিলেন?
উত্তরঃ আরাকার রাজসভার কবি

২৩. মৈমনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছিলেন?
উত্তরঃ চন্দ্রকুমার দে

২৪. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০ সালে

25. মহাকবি আলাওল কোন যুগের কবি?
উত্তরঃ মধ্যযুগের কবি

২৬. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি?
উত্তরঃ কথোপকথন

২৭. বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

২৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৯. কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা?
উত্তরঃ সংবাদ প্রভাকর

৩০. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ রড়ু চন্ডীদাস

৩১. ‘রত্নাকর’ শব্দের অর্থ কি?
উত্তরঃ সমুদ্র

৩২. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবে আগমন ঘটে কিসের?
উত্তরঃ স্বরধ্বনির

৩৩. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানের রচয়িতা কে?
উত্তরঃ মুহাম্মদ এনামুল হক

৩৪. কে বাংলা বিরাম চিহ্নের প্রবর্তক?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৫. পদাশ্রিত নির্দেশকের পার্থক্য পরিলক্ষিত হয় কোথায়?
উত্তরঃ বচনভেদে

৩৬. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি?
উত্তরঃ ২০টি

৩৭. ক্রিয়া পদের মূল অংশকে কি বলে?
উত্তরঃ ধাতু

৩৮. একটি সার্থক বাক্যের কয়টি আবশ্যক গুণ থাকে?
উত্তরঃ ৩টি

৩৯. তারাপদ চরিত্রটির স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৪০. কে বিখ্যাত ‘মহেশ’ গল্পের রচয়িতা?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪১. কবি গোলাম মোস্তফার উপাধি কি ছিল?
উত্তরঃ কাব্য সুধাকর

৪২. ‘পক্ষপাতিত্ব’ শব্দটির প্রমিত উচ্চারণ কি?
উত্তরঃ পোক্ খোপাতিত্ তো

Post a Comment

Previous Post Next Post