১. ‘কারাগারের রোজনামচা’ বইটির গ্রন্থস্বত্ব কার?
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট
২. ভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধু প্রথম কবে গ্রেফতার হন?
উত্তরঃ ১১ মার্চ ১৯৪৮
৩. বঙ্গবন্ধু ভুখা মিছিল বের করেন কোথায় এবং কবে?
উত্তরঃ ১৯৪৯ সালের ১৪ অক্টোবর আরমানিটোলা জনসভা শেষে
৪. ১৯৫২ সালের ২৬ ফ্রেব্রুয়ারি বঙ্গবন্ধু কোন জেল থেকে মুক্তি পান?
উত্তরঃ ফরিদপুর জেল
৫. বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি কবে পেশ করেন?
উত্তরঃ ১৯৬৬ সালে, লাহোরে
৬. বঙ্গবন্ধুর লেখা খাতাগুলো প্রকাশ করার কাজ শুরু করেন কে?
উত্তরঃ ড. এনায়েতুর রহিম, শেখ হাসিনা ও বেবী মওদুদ
৭. ‘কারাগারের রোজনামচা’ বইয়ের কত রকম জেলের কথা বলা হয়েছে?
উত্তরঃ ৩ রকমের জেলের
৮. ‘জেলখানায় মানুষ, মানুষ থাকে না- মেশিন হয়ে যায়’। উক্তিটি কার?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৯. কারাগারে অন্তরীণ অবন্থায় বঙ্গবন্ধু কতদিনে একটি চিঠি লিখতে পারতেন?
উত্তরঃ ৭ দিনে
১০. বঙ্গবন্ধুকে ফরিদপুর জেলে কয়েদি হিসেবে কী কাজ দিয়েছিল?
উত্তরঃ সুতা কাটার কাজ
১১. বঙ্গবন্ধু যে চোরের জীবনী নিয়ে পর্যালোচনা করেছেন তার নাম কী?
উত্তরঃ লুৎফর রহমান ওরফে লুদু
১২. ‘কারাগারের রোজনামচা’য় যাবজ্জীবন কারাদন্ডের মেয়াদ কত বছর উল্লেখ করা
হয়েছে?
উত্তরঃ ২০ বছর
১৩. ডিভিশন কয়েদিদের বঙ্গবন্ধু এককথায় কী বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ সুখী কয়েদি
১৪. বঙ্গবন্ধু কোন দেশকে পাকিস্তানের আপন মায়ের পেটের ভাই বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ ইন্দোনেশিয়া
১৫. ১৯৬৬ সালে ঢাকা জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কার গান শুনতেন?
উত্তরঃ ফণী বাবুর
১৬. ‘কারাগারের রোজনামচা’তে বঙ্গবন্ধু কোন পত্রিকাকে পশ্চিমা শিল্পপতিদের
মুখপাত্র বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ মর্নিং নিউজ
১৭. ১৯৬৬ সালে ইত্তেফাক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ তফাজ্জল হোসেন মানিক
১৮. বঙ্গবন্ধু প্রথম মন্ত্রিত্ব লাভ করেন কত সালে?
উত্তরঃ ১৯৫৪ সালে
১৯. বঙ্গবন্ধু জেলে Solitary Confinement বলতে কোন অবস্থা বুঝিয়েছেন?
উত্তরঃ একাকী বাস করতে বাধ্য করা
২০. জেলখানায় বঙ্গবন্ধু সবচেয়ে বেশি কষ্ট কখন পেতেন?
উত্তরঃ বৃদ্ধ পিতা মাতার কথা মনে পড়লে
২১. ১৯৬৮ সালে বঙ্গবন্ধু কোন সেনানিবাসে আটক ছিলেন?
উত্তরঃ ঢাকা সেনানিবাস
২২. ‘কারাগারের রোজনামচা’ বইয়ের মূল পান্ডুলিপির ৩য় খন্ড যে খাতায় লেখা
হয়েছিল তা কত পৃষ্ঠার ছিল?
উত্তরঃ ৩২০ পৃষ্ঠা
২৩. বঙ্গবন্ধু ১৯৬৬ সালে গ্রেফতার হওয়ার পর কত মাস একাকী ছিলেন?
উত্তরঃ ১৭ মাস
উত্তরঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক
Post a Comment