আর্ন্তজাতিক বিষয়াবলি ২৮ টি গুরুর্ত্বপূর্ণ সাধারন জ্ঞান

 

১. CPTTP বা TPP11 কার্যকর হয় কবে?
উত্তরঃ ৩০ ডিসেম্বর ২০১৮

২. এডলফ হিটলার যে দেশে জন্মগ্রহণ করেন…
উত্তরঃ অস্ট্রিয়া

৩. তাজমহল ভারতের যে প্রদেশে অবস্থিত…
উত্তরঃ উত্তর প্রদেশ

৪. ‘তাহরির’ স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ কায়রো, মিসর

৫. যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
উত্তরঃ আব্রাহাম লিংকন

৬. যে রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়?
উত্তরঃ ষোড়শ লুই

৭. ‘সালভাদর দালি’ ছিলেন একজন…
উত্তরঃ চিত্রশিল্পী

৮. বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তরঃ মেসোপটেমীয়

৯. Prison Notebook বইটির রচয়িতা…
উত্তরঃ অ্যান্থনি গ্রামসি

১০. Long Walk to Freedom গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

১১. এডেন যে দেশের সমুদ্রবন্দর…
উত্তরঃ ইয়েমেন

১২. ‘গ্রট বেরিয়ার রিফ’ অবস্থিত কোথায়?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে

১৩. পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তরঃ থাইল্যান্ড

১৪. ‘লাইন অব কন্ট্রোল’ যে দুটি দেশের সীমান্তবর্তী রেখা…
উত্তরঃ ভারত ও পকিস্তান

১৫. হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উত্তরঃ ফিনল্যান্ড

১৬. গারুদা কোন দেশের বিমান সংস্থ?
উত্তরঃ ইন্দোনেশিয়া

১৭. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উদ্দ্যেগ গ্রহন করেন কোন দেশ?
উত্তরঃ চীন

১৮. সীমান্তবর্তী পানমুনজাম গ্রামটি অবস্থিত কোথায়?
উত্তরঃ ‍উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে

১৯. আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ শুর হয় কখন?
উত্তরঃ ২ এপ্রিল ১৯৮২

২০. যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি?
উত্তরঃ সিনেট

২১. গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন

২২. স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র কে?
উত্তরঃ ফিরহাদ হাকিম

২৩, বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু শিবির অবস্থিত কোথায়?
উত্তরঃ কুতুপালং, কক্সবাজার

২৪. কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জন এফ কেনেডি

২৫. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
উত্তরঃ নিউজিল্যান্ড

২৬. ফিলিস্তিনিদের মাতৃভুমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৮ সালে

২৭. ক্রিমিয়ার সংখ্যালঘু তাতার সম্প্রদায় যে ধর্মাবলম্বী…
উত্তরঃ ইসলাম

২৮. সুয়েজ খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে…
উত্তরঃ লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর

Post a Comment

Previous Post Next Post