1. জনতা কোনা ধরনের বিশেষ্যের উদাহরণ?
উত্তরঃ সমষ্টিবাচক
২. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন
বসে?
উত্তরঃ কোলন
৩. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয়?
উত্তরঃ নাম পুরুষ
৪. ভূধর শব্দের অর্থ কি?
উত্তরঃ গিরি
৫. বর্ণচোরা বাগধারার অর্থ কি?
উত্তরঃ কপট ব্যক্তি
৬. উপকারীর উপকার স্বীকার করে যে- এককথায় প্রকাশ করলে হয়..
উত্তরঃ কৃতজ্ঞ
৭. ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ বাক্যে কোন যোগ্যতার অভাব আছে?
উত্তরঃ যোগ্যতা
৮. ‘দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি’ বাক্যে দুর্ভাগ্যবশত অর্থ…
উত্তরঃ কারণ
৯. এ অধীনে দায়িত্বভার অর্পন করুন। ‘অধীন’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ কর্মকারকে সপ্তমী
১০. ধাতুর গুণ ঠিক করতে কয়টি বিষয়ের উপর লক্ষ্যে রাখতে হয়?
উত্তরঃ ২
১১. কোন কালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না?
উত্তরঃ ভবিষ্যৎ
১২. ‘বৃষ্টিতে ভিজলে জ্বর হবে।’ অসমাপিকা ক্রিয়া ‘ভিজলে’ কি অর্থে ব্যবহৃত
হয়েছে?
উত্তরঃ পরিণতি
১৩. ঈ- প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে করা হয়েছে কোনটিতে?
উত্তরঃ ছাত্রী
১৪. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’ কিংবা কোন ধরনের অব্যয়ের উদাহরণ?
উত্তরঃ বিয়োজক
১৫. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ ণিজন্ত
১৬. ‘উচ্চশির’ কোন ধরনের সমাস?
উত্তরঃ বহুব্রীহি
১৭. ‘কবর’ নাটক কে রচনা করেন?
উত্তরঃ মুনীর চৌধুরী
১৮. বাংলা তারিখবাচক প্রথম চারটি যে নিয়মে সাধিত হয়…
উত্তরঃ হিন্দি
১৯. সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা
২০. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্ধনির সংখ্যা কতটি?
উত্তরঃ ২৫টি
২১. The lion is a beast of prey. Here `lion` noun?
উত্তরঃ common
22. He had a…headache.
উত্তরঃ bad
23. I wish I…the wings of a bird.
উত্তরঃ had
24. Aume said, `What a fool I am! Indirect speech is?
উত্তরঃ Aume exclaimed that he was a great fool.
25. Linkers are used in…
উত্তরঃ Paragraph
26. Panegyric means?
উত্তরঃ Elaborate praise
27. Which word is similar to `sporadic’?
উত্তরঃ scattered
28. What is the correct passive form of `Panic seized the writer?’
উত্তরঃ The writer had been seized with panic.
29. Their bus was late. Which word is determiner?
উত্তরঃ Their
30. The train went…the tunnel. Which is right preposition?
উত্তরঃ through
31. `Dioey situation’ means?
উত্তরঃ Potentially dangerous
32. Which one is correct?
উত্তরঃ He acted in a cowardly manner
33. I know that he will come. The word `I know’ part is…
উত্তরঃ Principal clause
34. The minister came at last. The phrase `at last’ is…
উত্তরঃ Preposition
35. Botany is to plants as Zoology is to…
উত্তরঃ Animals
36. Patron: Support, then…
উত্তরঃ Counselor: Advice
37. You should abide by the law. Here `abide by’ means?
উত্তরঃ Follow
38. Which one is correct spelling?
উত্তরঃ Miscreant
39. Tempest drama writer name?
উত্তরঃ W. Shakespeare
৪০. What is one word substitution of `certain to happen’?
উত্তরঃ Inevitable
4১. দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যা দুই-তৃতীয়াংশ
হলে ছোট সংখ্যাটি কত?
উত্তরঃ ২০
৪2. 20টি কমলার ২০% পঁচা হলে, ভালো কমলার সংখ্যা কত?
উত্তরঃ ১৬ টি
৪৩. কোন ব্যবসায়ে ক:খ:গ এর মূলধেন যথাক্রমে ৩২০: ৪০০: ৪৮০ টাকা। তাদের মূলধনের
অনুপাত কত?
উত্তরঃ ৪:৫:৬
৪৪. ৮ মাসে ২০০ টাকায় যত লাভ হয়, কত মাসে ৪০০ টাকায় তত লাভ হয়?
উত্তরঃ ৪ মাস
৪৫. ১ গ্যালন কত লিটার?
উত্তরঃ ৪.৫৪৪ লিটার
৪৬. ৯, ৩৬, ৮১, ১৪৪… ধারার পরবর্তী সংখ্যা কত?
উত্তরঃ ২২৫
৪৭. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কত?
উত্তরঃ ৫৫, ৩৫
৪৮. একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের
দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৩০ মিটার
৪৯. একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা
যায়?
উত্তরঃ ৩
৫০. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
উত্তরঃ ৪০০ মিটার
৫১. তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি- গানের গীতিকার কে?
উত্তরঃ আবদুল লতিফ
৫২. সূর্যের চারদিকে পরিক্রমণ করতে বুধ গ্রহের কতদিন লাগে?
উত্তরঃ ৮৮ দিন
৫৩. The Modern State গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ম্যাকাইভার
৫৪. তথ্য অধিকার আইন জারি করা হয়ে কবে?
উত্তরঃ ৬ এপ্রিল ২০০৯
৫৫. বাংলাদেশের অর্থনীতিতে প্রধান খাত কতটি?
উত্তরঃ ১৫ টি
৫৬. বাংলাদেশ কবে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসমর্থন করে?
উত্তরঃ ১৯৯০
৫৭. ইউরেনাস গ্রহের আবহমন্ডলে কোন গ্যাসের আধিক্য আছে?
উত্তরঃ মিথেন
৫৮. প্রাচীন হরিকেল জনপদ বাংলার কোন দিকে ছিল?
উত্তরঃ পূর্বে
৫৯. সেন রাজাদের আদি নিবাস ছিল কোথায়?
উত্তরঃ কর্ণাট
৬০. ১৯২৯ সালে কে চৌদ্দ দফা উত্থাপন করেন?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
৬১. সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি?
উত্তরঃ হিমাংক
৬২. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তরঃ লোহা
৬৩. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কবে?
উত্তরঃ ১৬১০ খ্রিঃ
৬৪. অগ্নিশ্বর কোন ফলের জাত?
উত্তরঃ কলা
৬৫. কানাইবাঁসি কোন ফলের জাত?
উত্তরঃ কলা
৬৬. বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
উত্তরঃ বরিশাল
৬৭. অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তরঃ শশাঙ্ক
৬৮. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
৬৯. জাতিসংঘ সমুদ্র আইন কবে পাস হয়?
উত্তরঃ ১৯৮২
৭০. ওপেকে এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনা
৭১. বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি?
উত্তরঃ পেট্রাপোল
উক্ত এমসিকিউ সমূহ যেসকল
পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণঃ
প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদ
অডিটর ও জুনিয়র অডিটর
পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদ
খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদ
Post a Comment