1. ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন…
উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ
২. ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইন পাস করেন…
উত্তরঃ লর্ড ক্যানিং (১৮৬১ সালে)
৩. পলাশী যুদ্ধে ইংরেজি বাহিনীর নেতৃত্ব দেন…
উত্তরঃ রবার্ট ক্লাইভ
৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘চীফ অব স্টাফের’ দায়িত্ব পালন করেন কে?
উত্তরঃ কর্নেল এম এ রব
৫. প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস ছিল কোথায়?
উত্তরঃ ভারতের কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে
৬. ‘খাবার স্যালাইন’ এর উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ আইসিডিডিআর, বি
৭. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক একডেমি অবস্থিত কোথায়?
উত্তরঃ বিরিশিরি, নেত্রকোনা
৮. ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয় কখন?
উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭ সালে
৯. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
১০. বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর
১১. বঙ্গবন্ধু স্যাটেলাইটের অরবিটালের অবস্থান…
উত্তরঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ
১২. বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয় কখন?
উত্তরঃ ৩ সেপ্টেম্বর ১৯৯২
১৩. ‘তাজিং ডং’ পর্বতশৃঙ্গটি যে জেলায় অবস্থিত…
উত্তরঃ বান্দরবান
১৪. ‘সেন্টমার্টিন দ্বীপ’ যে নদীর মোহনায় অবস্থিত…
উত্তরঃ নাফ নদী
১৫. হিমালয়ের পর্বতমালা থেকে উৎপন্ন বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালি…
উত্তরঃ সুরমা মেঘনা নদী প্রণালি
১৬. সাইক্লোন বা ঘুর্ণিঝড় শব্দটি এসেছে…
উত্তরঃ গ্রিক ‘কাইক্লেস’ শব্দ থেকে
১৭. ভূমিকম্প বিবেচনায় সবচেয়ে ঝুকিপূর্ণ যে বিভাগ…
উত্তরঃ
সিলেট
১৮. পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে…
উত্তরঃ টারশিয়ারি যুগে
১৯. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা…
উত্তরঃ ১৬ টি
২০. বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয়…
উত্তরঃ ১৯৭২ সালে
২১. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান
২২. ‘তিন কন্যা’ ছবিটি একেছেন কে?
উত্তরঃ কামরুল হাসান
২৩. বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রদান করা হয় কেন?
উত্তরঃ কৃষিক্ষেত্রে অবদানের জন্য
২৪. প্রাচীন চন্দ্র্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তরঃ বরিশাল
২৫. কুমিল্লার ‘ময়নামতির’ অপর দুইটি নাম কি?
উত্তরঃ হিলটিয়া ও লালমাই
২৬. বাংলা একাডেমি প্রতিষ্ঠত হয় কখন?
উত্তরঃ ৩ ডিসেম্বর ১৯৫৫
২৭. সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. ‘নন্দন কানন’ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ এস এম সুলতান, নড়াইলে
২৯. বাংলাদেশের সংবিধান…
উত্তরঃ লিখিত ও দুষ্পরিবর্তনীয়
৩০. সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় কখন?
উত্তরঃ ৬ এপ্রিল ১৯৭৯ সালে
৩১. পূর্ব পকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩১০টি
৩২. ‘ছয় দফা’ কর্মসূচি ঘোষণা করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩৩. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
উত্তরঃ হান্টার কমিশন
Post a Comment