১. পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?
উত্তরঃ অ্যাবাকাস (চীন)
২. কম্পিউটার কি?
উত্তরঃ ইলেকট্রনিক হিসাবকারী যন্ত্র
৩. কম্পিউটারের কি নেই?
উত্তরঃ নিজস্ব বুদ্ধি বিবেচনা
৪. কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড আইকেন
৫. কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক)
৬. আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
উত্তরঃ জন ভন নিউম্যানকে
৭. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ অ্যাডা অগাস্টা
৮. বিশ্বের সর্বপ্রথম র্পূণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
উত্তরঃ ENIAC
৯. বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম কি?
উত্তরঃ আইবিএম মার্ক-১
১০. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মুলে কি আছে?
উত্তরঃ ইন্ট্রিগ্রেটিড সার্কিট
১১. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশন (যুক্তরাষ্ট্র)
১২. বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তরঃ বিল গেটস্
১৩. প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
উত্তরঃ পিডিপি-১
১৪. প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
উত্তরঃ মার্ক-১
১৫. কম্পিউটারের আইবিএম কোম্পানিকে কি বলা হয়?
উত্তরঃ বিগ ব্লু
১৬. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৭. ট্রানজিস্টার কখন আবিষ্কার করা হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে
১৮. ইনটিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন কে?
উত্তরঃ জ্যাক কেলবি ও রর্বাট নয়েস (১৯৮৫ সালে)
১৯. মাইক্রো প্রসেসরের প্রথম আবির্ভাব হয় কখন?
উত্তরঃ ১৯৭১ সালে
২০. বাণিজ্যেকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি?
উত্তরঃ ইনটেল ৪০০৪
২১. মাইক্রো কম্পিউটারের জনক কে?
উত্তরঃ এইচ. এডওয়ার্ড রবার্ট
২২. কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কি?
উত্তরঃ কম্পিউটার দ্রুতগতিতে নির্ভুলভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারা
২৩. কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়াকে কি বলে?
উত্তরঃ Garbage In, Garbage Out (GIGO)
২৪. কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় কিভাবে?
উত্তরঃ ন্যানো সেকেন্ডে
২৫. ন্যানো সেকেন্ড কি?
উত্তরঃ এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
২৬. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
উত্তরঃ ভারতীদের
২৭. ল্যাপটপ কি?
উত্তরঃ ছোট কম্পিউটার
২৮. 3G বলতে কি বুঝায়?
উত্তরঃ Third Generation
29. গঠন ও প্রক্রিয়ার ভিত্তিতে কম্পিউটার কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার
৩০. আমাদের ব্যবহৃত কম্পিউটার…
উত্তরঃ ডিজিটাল কম্পিউটার
৩১. আকার আয়তন, কাজ করার ক্ষমতা ও স্মতির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটার
কত প্রকার?
উত্তরঃ ৪ প্রকার
৩২. অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে গঠিত
হয়…
উত্তরঃ হাইব্রিড কম্পিউটার
৩৩. সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?
উত্তরঃ সুপার কম্পিউটার
৩৪. প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে…
উত্তরঃ সুপার কম্পিউটার
৩৫. বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ তিয়ানহে-২ (চীন)
৩৬. বাংলাদেশের সুপার কম্পিউটার কোনটি?
উত্তরঃ আইবিএম আরএস/৬০০০ এসপি মডেলের
৩৭. প্রথম তৈরি পারসোনাল কম্পিউটার কোনটি?
উত্তরঃ অ্যালটেয়ার ৮৮০০
৩৮. আইপ্যাড কি?
উত্তরঃ ট্যাবলেট কম্পিউটার
৩৯. ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে কে আনে?
উত্তরঃ এপসন কোম্পানি
৪০. বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি?
উত্তরঃ অসবর্ন-১
Post a Comment