১. ২১ সেপ্টেম্বর ২০২১ প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে কোন পদক লাভ করেন?
উত্তরঃ এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
২. বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১১৬ তম
৩. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমান সাক্ষরতার
হার কত?
উত্তরঃ ৭৫.৬%
৪. বিইউ শিম-৭ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
৫. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১ জাতীয় সংসদে পাশ হয় কবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১
৬. বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তরঃ ২৯২.১১ টাকা বা ২৪,৮৩০ টাকা
৭. ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ
এর নতুন নাম কি?
উত্তরঃ দ্য ইন্টারন্যাশনাল অ্যাকর্ড ফর হেলথ অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা ইন্টারন্যাশনাল
অ্যাকর্ড
৮. ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত মার্কিন ডলারে
পৌছে?
উত্তরঃ ৪৮.০৪ বিলিয়ন মার্কিণ ডলার
৯. বাংলাদেশ সরকার এ পর্যন্ত বিশ্বের কতটি দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতা
চুক্তি করেছে?
উত্তরঃ ৪৪ টি
১০. রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তরঃ ১৪ টি
১১. পদ্মা সেতুর ওপর সর্বশেষ রোড স্ল্যাব কবে বসানো হয়?
উত্তরঃ ২৩ আগস্ট ২০২১
১২. বাংলাদেশ ইসলামী সহযোগীতা সংস্থার নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর
করে কবে?
উত্তরঃ ১৪ সেপ্টেম্বর ২০২১
১৩. বর্তমানে বাংলাদেশে কতটি করোনার টিকা প্রয়োগ হচ্ছে?
উত্তরঃ ৪ টি। অ্যাস্ট্রোজেনেকা, বায়োএনটেক, মর্ডানা, সিনোফার্ম
১৪. পদ্মা সেতুর নিরাপত্তার লক্ষ্যে কোন দুইটি থানা প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ পদ্মা সেতুর উত্তর ও পদ্মা সেতুর দক্ষিণ
১৫. মার্কিন বিচার বিভাগে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে নিয়োগ পান কে?
উত্তরঃ নুসরাত চৌধুরী
১৬. ৬ সেপ্টেম্বর ২০২১ কোন দেশে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়?
উত্তরঃ ভারতের নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায়
১৭. বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি?
উত্তরঃ ১৪৬ টি
১৮. AIP পূর্ণরূপ কি?
উত্তরঃ Agricultural Important Person
১৯. মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই কবে ৯/১১ হামলার নথি প্রকাশ
করে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর ২০২১
২০. বিশ্বে প্রথম স্থায়ী করোনার টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি?
উত্তরঃ ফাইজার বায়োএনটেকের করোনার টিকা
২১. পাঞ্জশি শব্দের অর্থ কি?
উত্তরঃ ৫ সিংহ। পাঞ্জশি বর্তমানে আফগানিস্তানের একটি প্রদেশ।
২২. সর্বাধুনিক কমব্যাট ড্রোন অ্যকিনচি কোন দেশের তৈরি?
উত্তরঃ তুরস্ক
২৩. যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?
উত্তরঃ Secretary of State for Foreign, Commonwealth and Development Affairs.
২৪. মহাকাশে প্রথম অপেশাদার নভোচরী নিয়ে SpaceX’র ড্রাগন কবে রওনা দেয়?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর ২০২১
২৫. হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জালালুদ্দিন হাক্কানি
২৬. আফগানিস্তানে তালেবান সরকার গঠন করে কবে?
উত্তরঃ ৭ সেপ্টেম্বর ২০২১
২৭. কানাডার পার্লামেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করে কোন দল?
উত্তরঃ লিবারেল পার্টি
২৮. ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের প্রথম নারী চেয়ারম্যান কে?
উত্তরঃ খাদিজা প্যাটল (দক্ষিণ আফ্রিকা)
২৯. ২০২১ সালের ইউএস ওপেনের পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে?
উত্তরঃ দানিলা মেদভেদভ (রাশিয়া), এমা রাদুকানু (যুক্তরাজ্য)
৩০. পাবজি কোন দেশ ভিত্তিক ভিডিও গেমস?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
৩১. PUBG’র পূর্ণরূপ কি?
উত্তরঃ Player Unknowen’s Battlegrounds
৩২. Li-Fi প্রযুক্তি কি?
উত্তরঃLight Fidelity হল একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি
৩৩. Li-Fi প্রযুক্তি কে, কবে উদ্ভাবন করেন?
উত্তরঃ জার্মান বিজ্ঞানী হ্যারল্ড হ্যাস, ২০১১ সালে
৩৪. ২০২১ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৩৯তম
৩৫. ২০২০-২০২১ মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে?
উত্তরঃ জর্জিনহো
৩৬. আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তরঃ ক্রিশ্চিয়ানো রোনালদো
৩৭. ২০২১ সালের নিরাপদ নগরী সূচকে শীর্ষ শহর কোনটি?
উত্তরঃ কোপেনহেগেল, ডেনমার্ক
৩৮. ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৩৯. শেখ রাসেল দিবস কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর
৪০. বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তরঃ ৪৩৮ জন
৪১. দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপর?
উত্তরঃ ব্রক্ষপুত্র
৪২. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তরঃ ১০৮ টি
৪৩. যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ লিজ ট্রাস
৪৪. লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ নাজিব মিকাতি
Post a Comment