Bangladesh Police Job Circular

 


বাংলাদেশ ‍পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলি নিম্নরূপঃ

১. বয়ষঃ যে সকল প্রার্থীর বয়স ৭ অক্টোবর ২০২১ তারিখে বা যাদের ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় (১৮ থেকে ২০ বছর) পৌঁছেছেন তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন।

২. শিক্ষাগত যোপ্যতাঃ এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ বা সমমান জিপিএ পেয়ে উর্ত্তীন হতে হবে।

৩. জাতীয়তাঃ বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী

৪. বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত/ তালাকপ্রাপ্ত নয়)

৫. শারীরিক মাপঃ
ক) পুরুষের উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
খ) পুরুষের বুকের মাপঃ সাধারণ ও অন্যান্য কোটর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি । মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।
গ) পুরুষের ওজনঃ বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
ঙ) পুরুষের দৃষ্টিশক্তিঃ ৬/৬
চ) নারীদের উচ্চতাঃ সাধারণ ও অন্যান্য কোটর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ইঞ্চি হতে হবে।
ছ) নারীদের ওজনঃ বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে।
জ) নারীদের দৃষ্টিশক্তিঃ ৬/৬

৬. অনলাইনে আবেদনের নিয়মাবলিঃ
ক) http://police.teletalk.com.bd তে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া আছে। এছাড়া উক্ত লিংকের হেল্প অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনী সহায়তা পাওয়া যাবে।
খ) আবেদনের সময় ১০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সকাল ১০.০০ টা থেখে ০৭ অক্টোবর ২০২১ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
গ) আবেদন ফরম পূরণ করার পরি যোগ্য প্রার্থীগণ একটি ইজার আইডি পাবেন। উক্ত উজার আইডিতে আবেদন ফরম পূরণের ৭২ ঘন্টার মধ্যে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ৩০ টাকা সার্ভিস চার্জ (অফরতযোগ্য) জমা দিতে হবে।
ঘ) অনলাইনে আবেদন পত্রের প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রন্খ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রন্খ ৩০০ Pixel) স্ক্যান করি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
ঙ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবতী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
চ) প্রার্থীকে অনলাইনে পূরনকৃত আবেদনপত্রের একটি রঙিন ছবি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে।

৭. ইউজার আইডি পাওয়ার পর কমপেক্ষে ৩০ টাকা ব্যলেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ২ টি এসএমএস করতে হবে।
প্রথম এসএমএস: TRC<space>User ID নিখে ১৬২২২ নম্বরে send করতে হবে।
Example: TRC ABCDEF ‍and send to
16222
Reply: Applicants Name TK (Service Charge
30/-) will be charged as service charge for the application of Trainee Recruit Constable examination. Your PIN is … (10 digit). To pay fee type TRC<space>YES<space>PIN and send to 16222.

দ্বিতীয় এসএমএস: TRC<space>Yes<space>PIN Number
Example: TRC YES
Reply: Congrats! Applicants Name, payment completed successfully for the application for Trainee Recruit Constable examination. User ID is (xxxxxx) and Password is (xxxxxxx)




Post a Comment

Previous Post Next Post