বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলির ৪৭টি প্রশ্ন ও উত্তর


 বাংলাদেশ বিষয়াবলি

১. দুর্জয় ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজারবাগ, ঢাকা

২. দেশে প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয় কবে?
উত্তরঃ ৭ এপ্রিল ১৯৭৯

৩. ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করেন কে?
উত্তরঃ সুবেদার ইসলাম খান

৪. বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে কে এসেছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী

৫. কে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক?
উত্তরঃ আবদুর রউফ

৬. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে, ঢাকায়

৭. বাংলাদেশের আকবর বলা হতো কোন নরপতিকে?
উত্তরঃ হুসেন শাহকে

৮. স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় কবে?
উত্তরঃ ১২ মার্চ ১৯৭২ সালে

৯. আগ্রণী, আকবর, দোয়েল কি?
উত্তরঃ বাংলাদেশের উন্নতজাতের গম

১০. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তরঃ নশিপুর, দিনাজপুর

১১. বিধাব বিবাহ আইন পাস করেন কে, কবে?
উত্তরঃ লর্ড ডালহৌসি, ২৬ জুলাই ১৮৫৬

১২. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ চকোরিয়া, কক্সবাজার

১৩. পঞ্চাশের মন্বন্তর সংঘটিত হয় কখন?
উত্তরঃ ১৯৪৩ সালে (১৩৫০ বঙ্গাব্দে)

১৪. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কোথায় যুদ্ধ করেন?
উত্তরঃ ৭ নং সেক্টরে

১৫. সঙ্গম চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান

১৬. ইরাটম কি?
উত্তরঃ উন্নতজাতের ধান

১৭. বাংলাদেশের জলবায়ু কোন ধরনের?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

১৮. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
উত্তরঃ বর্ধমান হাউজ

আন্তর্জাতিক বিষয়াবলি

১৯. জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান তার নাম কি?
উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড

২০. দ্যা আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ অমর্ত্য সেন

২১. ওপেক কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে

২২. চীনের নীলনদ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ ইয়াংসিকিয়াং

২৩. কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত দেশ?
উত্তরঃ ভারত ও নেপাল

২৪. বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ কলম্বিয়া

২৫. লাদাখ কোন দুই দেশের সীমান্ত অঞ্চল?
উত্তরঃ ভারত ও চীন

২৬. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম কি?
উত্তরঃ নবান্ন

২৭. হংকং চীনের নিকট হস্তান্তর করা হয় কখন?
উত্তরঃ ১৯৯৭ সালে

২৮. বৌদ্ধধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে

২৯. ম্যাগসেসে পুরস্কার প্রবর্তন করা হয় কখন?
উত্তরঃ ১৯৫৭ সালে

৩০. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানের জন্য কাজ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ ক্যারোলিনস্কা ইনস্টিটিউট

৩১. থিওরি অব কম্পারেটিভ কস্ট এর প্রবক্ত কে?
উত্তরঃ ডেভিড রিকার্ডো

৩২. আলেকজান্দ্রিয়ার বাতিঘর অবস্থিত কোথায়?
উত্তরঃ মিসর

৩৩. ফোর্বস কোন দেশভিত্তিক বাণিজ্যিক অর্থনৈতিক সাময়িকী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

৩৪. সনোরা লাইন কোন দুই দেশকে বিভক্ত করেছে?
উত্তরঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে

৩৫. কোস্টারিকা শব্দের অর্থ কি?
উত্তরঃ ধনী উপকুল

৩৬. বাব-এল-মানদেব প্রণালি পৃথক করেছে কোন দেশকে?
উত্তরঃ এশিয়া ও আফ্রিকাকে

৩৭. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন কোথায় অবস্থিত?
উত্তরঃ ১০নং ডাইনিং স্ট্রিট

৩৮. কোথায় বিশ্বে বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ফ্রাঙ্কফুট, জার্মানি

৩৯. পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
উত্তরঃ ম্যান্ডারিন

৪০. হুতু ও তুতসি উপজাতি কোথায় বাস করে?
উত্তরঃ রুয়ান্ডা ও বুরুন্ডিতে

৪১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তার্জাতিক সংস্থা?
উত্তরঃ জার্মানিভিত্তিক

৪২. সমাজতন্ত্র মতবাদের প্রবক্তা কার্ল মার্কসের জন্ম কোথায়?
উত্তরঃ জার্মানিতে

৪৩. রাশিয়ার শাখালিন নৌ-ঘাঁটির অবন্থান কোথায়?
উত্তরঃ জাপান সাগরে

৪৪. তরাইনের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১১৯১ সালে

৪৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ জোসেফ স্ট্যালিন

৪৬. মন্ট্রিল বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ কানাডা

৪৭. কিউবা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে


Post a Comment

Previous Post Next Post