বিখ্যাত কবি সাহিত্যিক পরিচিতিঃ মদনমোহন তর্কালঙ্কার, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিখ্যাত কবি সাহিত্যিক পরিচিতিঃ মদনমোহন তর্কালঙ্কার, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১.মদনমোহন তর্কালঙ্কার জন্মগ্রহন করেন কোথায়?
উত্তরঃ নদীয়ায়

২. মদনমোহনের সহপাঠী কে ছিলেন?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

৩. অক্ষয়কুমার দত্তের দৌহিত্র কে ছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৪. প্রথম বাঙালি বিজ্ঞানি মনস্ক লেখক ও সমাজ সংস্কারক ছিলেন কে?
উত্তরঃ অক্ষয় কুমারদত্ত

৫. ব্রাহ্মসমাজের মুখপত্র হিসেবে খ্যাত অক্ষয়কুমার দত্ত সম্পাদনা কোন পত্রিকা?
উত্তরঃ তত্ত¡বোধিনী পত্রিকা

৬. অক্ষয়কুমার দত্তের জন্মস্থান কোথায়?
উত্তরঃ নবদ্বীপ

৭. প্রথম বাঙালি বিজ্ঞান মনস্ক লেখক ও সমাজ সংস্কারক ছিলেন কে?
উত্তরঃ অক্ষয় কুমারদত্ত

৮. অক্ষয় কুমার দত্তের দৌহিত্র কে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৯. অক্ষয়কুমার দত্ত বিভিন্ন দেশ থেকে দুর্লভ বৃক্ষচারা সংগ্রহ করে নিজ বাসভবনে একটি বাগান তৈরি করেন, যার নাম দেন...
উত্তরঃ শোভনোদ্যান

১০.
ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর জন্ম গ্রহণ করেন কখন ও কোথায়?
উত্তরঃ ১৮২০ সালের পশ্চিমবঙ্গের মোদিনীপুর জেলায়

১১. ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর কোন যুগের মানুষ?
উত্তরঃ ১৯ শতকের

১২. ঈশ^রচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কি?
উত্তরঃ বন্দ্যোপাধ্যায়

১৩. ঈশ^রচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন কে?
উত্তরঃ সংস্কৃত কলেজ, ১৮৩৯ সালে

১৪. অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস

১৫. শকুন্তলা কার লেখা?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

১৬. বর্ণপরিচয় কোন লেখকের?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

১৭. ১৮৮৫ সালে বিদ্যাসাগরের কোন গ্রন্থটি ক্ল্যাসিক মর্যাদা লাভ করে?
উত্তরঃ বর্ণপরিচয়

১৮. বিদ্যাসাগরের রম্য রচনাগুলো কি কি?
উত্তরঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা

১৯. শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিত্যেকের নাম?
উত্তরঃ ঈশ^রচন্দ্র

২০. হিন্দু সমাজে বিধাব বিবাহের প্রবর্তক কে?
উত্তরঃ ঈশ^রচন্দ্র

২১. বিধাব বিবাহ রহিত করণে কলম যুদ্ধ কে শুরু করেন?
উত্তরঃ ঈশ^রচন্দ্র

২২. বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

২৩. বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
উত্তরঃ বিদ্যাসাগরের

২৪. যে গ্রন্থে বিরাম বা যাতি চিহ্নের প্রথম ব্যবহার করা হয়?
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি

২৫. বেতাল পঞ্চবিংশতি কার লেখা?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

২৬. বিদ্যাসাগরের
আত্মজীবনীমূলক লেখার নাম কি?
উত্তরঃ আত্মচরিত

২৭. প্রভাবতী সম্ভাষণ কার লেখা?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

২৮. ঈশ^রচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ

২৯. শেক্সপীয়রের নাটকের বাংলা গদ্যরূপ কে দিয়েছেন?
উত্তরঃ ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর

৩০. ঈশ^রচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?
উত্তরঃ কমেডি অব এররস

Post a Comment

Previous Post Next Post