বিখ্যাত কবি সাহিত্যেক পরিচিতিঃ লালন সাঁই, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারীচাঁদ মিত্র |
উত্তরঃ আধ্যাতœ্য বিষয়ক
২. বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে আগ্রহী করে তোলেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটির উৎস কি?
উত্তরঃ লালন গীতি
৪. খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ পঙক্তিটির কার রচনা?
উত্তরঃ লালন ফকির
৫. আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেন দেন’ চরন দুটির রচয়িতা কে?
উত্তরঃ লালন শাহ
৬. আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
উত্তরঃ লালন শাহ
৭. কেউ মালা কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন গলায়, গানটির রচয়িতা কে?
উত্তরঃ লালন শাহ
৮. বেদান্তগ্রন্থ’ ও বেদান্তসার রচনা করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়
৯. সতীসাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভ‚মিকা উল্লেখযোগ্য?
উত্তরঃ রাজা রামমোহন রায়
১০. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়
১১. রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তরঃ সতীদাহ প্রথা বিলোপ
১২. সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায় কি রচনা করেন?
উত্তরঃ প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
১৩. পথ্য প্রদান গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়
১৪. রাজা রামমোহন রায় কোন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন?
উত্তরঃ প্রেস অর্ডিন্যান্স
১৫. রাজা রামমোহন রায় রচিত গ্রন্থসমূহ কি কি?
উত্তরঃ বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান
১৬. ঈশ^রচন্দ্র গুপ্তের ছদ্মনাম কি?
উত্তরঃ ভ্রমণকারী বন্ধু
১৭. যুগসন্ধিক্ষণ’ বা যুগসন্ধিকালের কবি’ বলা হয় কাকে?
উত্তরঃ ঈশ^র চন্দ্র গুপ্তকে
১৮. ঈশ^র চন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য?
উত্তরঃ দুই যোগের মিলন কারী
১৯. চেষ্টায় সুসিদ্ধ হয় জীবনের আশা’ বাক্যটি করেছেন?
উত্তরঃ ঈশ^রচন্দ্র গুপ্ত
২০. ঈশ^রচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা গুলো নাম কি?
উত্তরঃ সংবাদ প্রভাকর, সংবাদ রতœাবলি
২১. প্রবোধ প্রভাকর’ কোন কবির কবিতা সংকল?
উত্তরঃ ঈশ^রচন্দ্র গুপ্ত
২২. টেকচাঁদ ঠাকুরের’ ছদ্মনাম কি?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্রের
২৩. আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
২৪. আলালের ঘরের দুলাল উপন্যাসটি রচনা করেন কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্রের
২৫. ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তরঃ আলালের ঘরের দুলাল
২৬. আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে?
উত্তরঃ চলিত
Post a Comment