বাংলা পদ বা পদাবলি, সাহিত্য, গীতিকা |
১. লোকসাহিত্য সংগ্রহে আবদান রেখেছেন কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
২. মৈয়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে?
উত্তরঃ চন্দ্রকুমার দে
৩. মৈয়মনসিংহ গীতিকার সংগ্রহ করেন কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
৪. মৈয়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
৫. মৈয়মনসিংহ গীতিকা অনূদিত হয় কয়টি ভাষায়?
উত্তরঃ ২৩টি ভাষায়
৬. মৈয়মনসিংহ গীতিকার মহুয়া পালা রচনা করেন কে?
উত্তরঃ দ্বিজ কানাই
৭. মৈয়মনসিংহ গীতিকার উপাখ্যান কে?
উত্তরঃ জয়চন্দ্র চন্দ্রাবতী
৮. দেওয়ানা মদিনা পালাগানের রচয়িতা কে?
উত্তরঃ মনসুর বয়াতী
৯. দেওয়ানা মদিনা যে কাব্যের অন্তর্গত?
উত্তরঃ মৈয়মনসিংহ গীতিকা
১০. পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে?
উত্তরঃ চন্দ্রকুমার দে
১১. হারামণি হল প্রাচীন লোকগীতি এ লোকগীতির সংকলক কে?
উত্তরঃ মুহাম্মদ মনসুর উদ্দিন
১২. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন কে?
উত্তরঃ বৃন্দাবন দাস
১৩. জঙ্গনামা কাব্য কি বিষয় নিয়ে লেখা হয়েছে?
উত্তরঃ যুদ্ধ বিগ্রহ
১৪. খনার বচন কোন বিষয়ের?
উত্তরঃ কৃষি সংক্রান্ত
১৫. যদি থাকে বন্ধুর মন গাঙ পাড় হইতে কতক্ষণ এটি কোন প্রকারের লোকসাহিত্য?
উত্তরঃ প্রবাদ
১৬. মধ্যমযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব
১৭. লোকসাহিত্য বলতে কি বুঝ?
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি
১৮. Ballad অর্থ কি?
উত্তরঃ গীতিকা
১৯. মৈয়মনসিংহ গীতিকার মহুয়া পালা গানটির রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজ কানাই
২০. পদাবলির প্রথম কবি কে?
উত্তরঃ বিদ্যাপতি
২১. পদ বা পদাবলী বলতে কি বুঝ?
উত্তরঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
২২. বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
উত্তরঃ গীতি কবিতা
২৩. রসুল বিজয় কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ শেখ চাঁদ
২৪. ময়মনসিংহের গীতিকা হচ্ছে...
উত্তরঃ মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী
২৫. মধ্যযগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি?
উত্তরঃ দ্বিজ বংশীদাস
২৬. বৈষ্ণব পদকর্তায় চন্ডীদাস কয় জন?
উত্তরঃ ৩ জন
২৭. মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ছিল?
উত্তরঃ ডাক ও খনার বচন
২৮. মর্সিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ আহাজারি বা শোক
২৯. নসীরনাম কাব্য রচনা করেন কে?
উত্তরঃ কবি মরধন
৩০. শোকগীতি বা বিলাপ সঙ্গীত কোনটি?
উত্তরঃ মর্সিয়া
৩১. গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
উত্তরঃ ব্রজবুলি
৩২. বৈষ্ণব পদাবলির অবাঙালী কবি কে?
উত্তরঃ বিদ্যাপতি
৩৩. ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
উত্তরঃ বিদ্যাপতি
৩৪. বাংলা লোকসাহিত্যে প্রচীনতম সৃষ্টি কোনগুলো?
উত্তরঃ প্রবচন, ছড়া, ধাঁধাঁ
৩৫. বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
উত্তরঃ চন্দ্রতবী
৩৬. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উত্তরঃ ছড়া
৩৭. বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ?
উত্তরঃ ধাঁধাঁ
৩৮. খনার বচন এর মূলভাব কি?
উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি
৩৯. বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে?
উত্তরঃ মধ্যযুগে
৪০. বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন কে?
উত্তরঃ কৃত্তিবাস ওঝা
৪১. মধ্যযগের মহিলা কবি চন্দ্রবতী কি রচনা করেন?
উত্তরঃ রামায়ণ
৪২. রামায়ণ রচয়িতার নাম কি?
উত্তরঃ বাল্মীকি
৪৩. রামায়ণ কোন ভাষায় রচিত হয়?
উত্তরঃ সংস্কৃত ভাষায়
৪৪. মহাভারত এর রচয়িতা কে?
উত্তরঃ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
৪৫. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
উত্তরঃ কাশীরাম দাস
৪৬. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
উত্তরঃ মহাভারত
৪৭. পরাগলী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ^র
৪৮. কৃত্তিবাস ওঝা কি লিখেছেন?
উত্তরঃ বাংলা রামায়ণ
৪৯. মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলিম কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান...
উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান
৫০. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম/ প্রচীনতম বাঙালি কবি কে?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
৫১. ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা?
উত্তরঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান
৫২. মুসলিক কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি?
উত্তরঃ ইউসুফ জুলেখা
৫৩. লাইলী মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
উত্তরঃ ইরান
৫৪. ইউসুফ জুলেখা প্রণয় কাব্যের অনুবাদ করেন কে?
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
৫৫. শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রস্থ কোনটি?
উত্তরঃ ইউসুফ জুলেখা
৫৬. হপ্তপয়কর কার রচনা?
উত্তরঃ সৈয়দ আলাওল
৫৭. গুলে বকাওলী গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ মুহাম্মদ মুকীব
Post a Comment