বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল ও অন্নদামঙ্গল

 

বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল ও অন্নদামঙ্গল

১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খÐ সংখ্য কত?
উত্তরঃ ১৩

২. মধ্যযুগের প্রথম কবি কে?
উত্তরঃ বড়– চÐীদাস

৩. সর্বজন স্বীকৃত ও খাটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

৪. শূন্যপুরান রচনা করেন কে?
উত্তরঃ রামাই পন্ডিত

৫. যে শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ তুর্কি

৬. যে সময়কে বাংলা সাহিত্যেও অন্ধকার যুগ’ বলা হয়?
উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ

৭. আধার যুগের রচনা বলা হয় কোনটিকে?
উত্তরঃ প্রাকৃত পৈঙ্গল

৮. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বা শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

৯. শ্রীকৃষ্ণকীর্তন কে আবিষ্কার করেন?
উত্তরঃ বসন্তরঞ্জন রায়

১০. বড়াই কোন কাব্যের চরিত্র?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

১১. গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত ...
উত্তরঃ নাটগীতি

১২.  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেও বড়াই কি ধরনের চরিত্র?
উত্তরঃ রাধা কৃষ্ণের প্রেমের দুতী

১৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয়?
উত্তরঃ গোয়ালঘর

১৪. অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

১৫. মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা?
উত্তরঃ ভারত চন্দ্র

১৬. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ প্রার্থনাটি কার?
উত্তরঃ ঈশ^রী পাটনী

১৭. আমার সন্তান যেন থাকে দুধে ভাত লাইনটি কার কাব্যে পাওয়া যায়?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

১৮.বড়র পিরীত বালির বাধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ, চরণ দুটি কার রচনা?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

১৯. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যে কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্ধনিত হয়েছে?
উত্তরঃ অন্নদামঙ্গল

২০. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর জন্মগ্রহণ করেন কত সালে ও কোথায়?
উত্তরঃ ১৭১২ সালে, পশ্চিম বঙ্গের হাওড়া জেলার পাÐুয়া গ্রামে

২১. মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যু বরন করেন কবে?
উত্তরঃ ১৭৬০ সালে

২২. ভাডুদত্ত চরিত্রটি পাওয়া যায় কোথায়?
উত্তরঃ চÐীমঙ্গল গ্রন্থে

২৩. মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কোনটি?
উত্তরঃ মঙ্গলকাব্য

২৪. মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি?
উত্তরঃ মঙ্গলকাব্য

২৫. মঙ্গলকাব্য বিষয়বন্তু কি?
উত্তরঃ ধর্মবিষয়ক আখ্যান

২৬. মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কোনটি?
উত্তরঃ মঙ্গলকাব্য

২৭. মঙ্গলকাব্য রচনার মুলে উল্লিখিত কারণ...
উত্তরঃ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ

২৮. মঙ্গলকাব্যে যে দুই দেবতার প্রাধান্য পেয়েছে?
উত্তরঃ মনসা ও চÐী

২৯. মঙ্গলকাব্যে কয়টি অংশ আছে?
উত্তরঃ ৫টি

৩০.  মঙ্গল কাব্যের রচয়িতাদের নাম কি?
উত্তরঃ কানাহরিদত্ত, মানিকদত্ত, ভারতচন্দ্র, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয় গুপ্ত, ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, দ্বিজবংশী দাস

৩১. আধুনিক যুগের কাব্য্য কোনটি?
উত্তরঃ সারদামঙ্গল

৩২. যে দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত?
উত্তরঃ মনসাদেবী বা পদ্মাদেবী

৩৩. চÐীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

৩৪. গণ সাহিত্য শব্দে গণ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ সাধারণ মানুষ

৩৫. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তরঃ কানা হরিদত্ত

৩৬. মধ্যযুগের প্রথম কাব্য বা শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

৩৭. ঠাকুরমার ঝুলি কোন জাতীয় রচনা?
উত্তরঃ রূপকথা

৩৮. কবিকঙ্কণ উপাধি কার?
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

৩৯. ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা কে?
উত্তরঃ রূপরাম চক্রবর্তী

৪০. কবি ভারতচন্দ্রের উপাধি কি?
উত্তরঃ রায়গুণাকর

৪১. ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর

৪২. কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
উত্তরঃ তুর্কী

৪৩. মনসামঙ্গল কাব্যের চরিত্র গুলোর নাম কি?
উত্তরঃ বেহুলা লখিন্দর

৪৪. বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়?
উত্তরঃ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ

৪৫. ধনপতি সওদাগর যে নগরের অধিবাসী ছিলেন?
উত্তরঃ উজানী নগর

৪৬. পুঁথি সাহিত্য বলতে কি বুঝি?
উত্তরঃ ইসলামী চেতনা সম্পৃক্ত

Post a Comment

Previous Post Next Post