Identity of Simon Bolivar /সাইমন বলিভার পরিচয়

Simon Bolivar
Simon Bolivar was born on 24 July 1783 in the Creole area of ​​present-day Venezuela's capital, Caracas. His family was one of the richest in Geneva at the time. He was the second of four children of Don Juan Vicente Borivar and his wife Maria de la Concepcin. The Bolivar family was the sole ruler of the gold and copper business. His full name is Simon Jose Astonio de la Sastisima Trinidad Bolivar e Palacios. He lost his father at the age of three and his mother at the age of nine. Then his uncle took care of him. On the advice of his uncle, a tutor named Simon Rodriguez was hired. This teacher was one of the reasons behind Bolivar's political ideology and revolutionary thinking. His texts include essays by Voltaire and Rousseau. He fled in fear of treason charges against his teacher. He married Maria Teresa del Toro Alaiza, daughter of an aristocratic family. After returning to the country in 1802, his wife died of yellow fever. After the death of his wife, he returned to Europe. While in Paris, France, he met a naturalist named Alexander von Humboldt. As the two discussed Venezuelan politics, von Humboldt commented, "I think your homeland is ready for independence. But I still haven't found anyone who can bring this freedom. ” Fon Humboldt's remarks came to Bolivar's mind.

বাংলা অনুবাদঃ

২৪ জুলাই ১৭৮৩ বর্তমান ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ক্রিওলেস নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন সাইমন বলিভার। সময় জেনেজুয়েলার সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি ছিল তার পরিবার। ডন হুয়ান ভিসেন্তে বরিভার এবং তার স্ত্রী মারিয়া দে লা কনসেপসিয়নের চার সন্তানের মধ্যে ২য় ছিলেন তিনি। সোনা এবং তামা ব্যবসার একচ্ছত্র অধিপতি ছিল বলিভারের পরিবারের। তার পুরো নাম সাইমান হোসে আস্তোনিও ডি লা সাস্তিসিমা ত্রিনিদাদ বলিভার পালাসিওস। জন্মের তিন বছরের মাথায় বাবা এবং নয় বছরের মাথায় মাকে হারান তিনি। এরপর তার ভরণপোষণের দায়িত্ব নেন তার চাচা। চাচার পরামর্শে সাইমন রদ্রিগেজ নামক একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়। বলিভারের রাজনৈতিক মতাদর্শ এবং বিপ্লবী চিন্তসম্পন্ন ব্যক্তিত্বে পরিণত হওয়ার পেছনে এই শিক্ষকের ভূমিকা ছিল অন্যতম। তার পাঠ্যবিষয়ে অন্তর্ভুক্ত করা হয় ভলতেলার এবং রুশোর প্রবন্ধ। তার শিক্ষকের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ওঠায় প্রাণভয়ে পালিয়ে যান। তিনি এক সভ্রান্ত পরিবারের কন্যা মারিয়া তেরেসা দেল তোরো আলাইজাকে বিয়ে করেন। ১৮০২ সালে দেশে ফেরার পরই পীতজ্বরে আক্রান্ত হয়ে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর তিনি ইউরোপে ফিরে যান। ফ্রান্সের প্যারিসে অবস্থানকালে তিনি আলেকজান্ডার ফন হামবোল্ট নামক এক প্রকৃতিবিদের সাথে পরিচিত হন। দুজনের ভেনেজুয়েলার রাজনীতি নিয়ে আলাপকালে ফন হামবোল্ট মন্তব্য করেন, “আমি মনে করি তোমার জন্মভূমি স্বাধীনতা লাভের জন্য প্রস্তুত। কিন্তু আমি এখনও এমন কারো খোজ পেলাম না, যে এই স্বাধীনতা এনে দিতে পারবে।ফন হামবোল্টের মন্তব্য বলিভারের মনে গেথে যায়।

Post a Comment

Previous Post Next Post