৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টিপস বাংলা ভাষা ও বাংলা সাহিত্য

৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টিপস বাংলা ভাষা ও বাংলা সাহিত্য

 ১. ‘সে সকাল থেকেই খাই খাই করেছে।’ এ বাক্যে ’খাই’ যে ধরনের পদ…
উত্তরঃ ক্রিয়া বিশেষণ

২. ‘খ্রিস্টাব্দ’ শব্দে যে দুই ভাষার মিশ্রণ ঘটেছে…
উত্তরঃ ইংরেজি+সংস্কৃত

৩. ’রোজ রোজ = হররোজ’ উদাহরণটি…
উত্তরঃ অব্যয়ীভাব সমাসের

৪. প্রথম বাংলা ’থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন…
উত্তরঃ অশোক মুখোপাধ্যায়

৫. অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত ধ্ধনি বর্ণ…
উত্তরঃ তিনটি (শ, ষ, স)

৬. সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন…
উত্তরঃ রাজা রামমোহন রায়

৭. ‘রামদা’ শব্দের ’রাম’ উপসর্গটি ব্যবহৃত…
উত্তরঃ বড় অর্থে

৮. ‘চোখ দিয়ে জল পড়ে।’ বাক্যে নিম্নরেখ শব্দটি…
উত্তরঃ অপাদান কারকে তৃতীয় বিভক্তি

৯. ‘ডাক্তার সাহেবের হাতযশ ভালো।’ এ বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে…
উত্তরঃ নিপুণতা অর্থে

১০. পদাশ্রিত নির্দেশকের অপর নাম…
উত্তরঃ পদাশ্রিত অব্যয়

১১. ‘সাহিত্য’ শব্দটির রূপ…
উত্তরঃ সহিত

১২. ’আমি এ সাক্ষী চাই না।’ সরল বাক্যটির জটিল রূপ…
উত্তরঃ সে সাক্ষী এ রকম, তাকে আমি চাই না।

১৩. ‘সন্ধি’ শব্দের বিপরীতার্থক শব্দ…
উত্তরঃ বিগ্রহ

১৪. ‘মুক্ত’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়…
উত্তরঃ
মুচ+ক্ত

১৫. ধ্ধনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলে…
উত্তরঃ বর্ণ

১৬. ‘Postage’ শব্দটি পারিভাষিক শব্দ…
উত্তরঃ ডাকমাশুল

১৭. বাংলা স্বরধ্ধনিতে হ্রস্বস্বর আছে…
উত্তরঃ ৪টি

১৮. ‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে।’ এটি…
উত্তরঃ জটিল বাক্য

১৯. ‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ…
উত্তরঃ পরকীয়

২০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ…
উত্তরঃ ৮টি

২১. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ…
উত্তরঃ হিসাব-নিকাশ

২২. ‘কপোল ভাসিয়া গেল নয়নের জলে।’ বাক্যে নিম্নরেখ শব্দটি…
উত্তরঃ কর্মকারকে শূন্য

২৩. ‘উড়ে এসে জুড়ে বসা’ বাগধারাটির অর্থ…
উত্তরঃ অনধিকার চর্চা

২৪. ‘বড়ো বড়ো গাছ’ কথাটিকে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে…
উত্তরঃ বহুবচন বোঝাতে

২৫. ‘আমরা ধর্মের কাজ করছি না।’ নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ…
উত্তরঃ আমরা অধর্মের কাজ করছি।

২৬. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চযাপদের ভাষা…
উত্তরঃ বঙ্গ-কামরূপি

২৭. হরপ্রসাদ শাস্ত্রী ‘চযাপদ’ আবিষ্কার করেন…
উত্তরঃ ১৯০৭ সালে

২৮. ‘রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর।’ পদটি রচয়িতা…
উত্তরঃ জ্ঞানদাস

২৯. ‘পূর্ববঙ্গ’ গীতিতা’র লোকপালাসমূহের সংগ্রাহক…
উত্তরঃ চন্দ্রকুমার দে

৩০. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণকার মৃত্যুবরণ করেন…
উত্তরঃ ১৭৬০ সালে

৩১. ’ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা…
উত্তরঃ রূপরাম চক্রবর্তী

৩২. ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকা প্রকাশিত হয়…
উত্তরঃ ১৯২৭ সালে

৩৩. ‘আমার প্রেম আমার প্রতিনিধি’ কাব্যগ্রন্থটির রচয়িতা…
উত্তরঃ আবুল হাসান

৩৪. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক…
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী

৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুনশ্চ’ যে ধরনের গ্রন্থ…
উত্তরঃ কাব্যগ্রন্থ

৩৬. ‘রুগ্র-মঙ্গল’ কাজী নজরুল ইসলাম রচিত…
উত্তরঃ প্রবন্ধগ্রন্থ

৩৭. ‘চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে’ বাক্যটির রচয়িতা…
উত্তরঃ জহির রায়হান

৩৮. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম…
উত্তরঃ শেখ আজিজুর রহমান

৩৯. ’আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা…
উত্তরঃ সাহিত্যরত্ন

৪০. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা…’ গানটির গীতিকার…
উত্তরঃ সলিল চৌধুরী

৪১. ১৯ শতকের প্রথম মুসলিম লেখক…
উত্তরঃ খোন্দকার সামসুদ্দিন সিদ্দিকী

৪২. ‘তারাবাঈ’ নাটকের রচয়িতা…
উত্তরঃদ্বিজেন্দ্রলাল রায়

৪৩. ‘গৃহদাহ’ উপন্যাসের রচনাকাল…
উত্তরঃ ১৯২০

৪৪. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন হলেন একজন…
উত্তরঃ ভাষাবিজ্ঞনী

৪৫. ‘যুগস্রষ্টা নজরুল’ গ্রন্থটির রচয়িতা…
উত্তরঃ খান মুহাম্মদ মঈনুদ্দীন

৪৬. ‘কপালকুন্ডলা’ উপন্যাসের নায়ক…
উত্তরঃ নবকুমার

৪৭. কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধূমকেতু’ পত্রিকাটি প্রকাশিত হয়…
উত্তরঃ ১৯২২

Post a Comment

Previous Post Next Post