Youngone Group Job Circular

ইয়ংওয়ান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজিড এ অবস্থিত কর্ণফুলী পলিয়েস্টার প্রোডাক্টস কোঃ লিমিটেড এর ইউনিট ১ ও ২ এ নিম্ন বর্ণিত পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয় হবে।
উইভিং মিল
১. সেকশনঃ লুম
পদের নামঃ সুপারভাইজার
যোগ্যতাঃ প্রোডাকশন ও কোয়ালিটি সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে। নেতৃত্ব দানের যোগ্যতা থাকতে হবে। মেশিনের ট্রাবলশুটিং ও টিউনিং সম্পর্কে জানতে হবে। সংকটকালীন সময়ে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় কর্ম পরিবেশ বজায় রাখতে জানতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচ এসসি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ সিনিয়র অপারেটর বা অপারেটর
যোগ্যতাঃ প্রোডাকশন ও কোয়ালিটি সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে। মেশিন মেইনটেন্যান্স সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে। যথাযথ এসওপি মেনে কাজ করতে হবে। মেশিনের সমস্যা সম্পর্কে ধারনা থাকতে হবে ও সুপারভাইজারকে জানাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. সেকশানঃ সাইজিং
পদের নামঃ সুপারভাইজার
যোগ্যতাঃ কেমিক্যাল ও ইয়ার্ণ সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। সাইজিং মেশিনের টেনশন এবং কেমিক্যালের হিসাব ও বিমিয় মেশিন অপারেশন স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারনা থাকতে হবে। মেশিনের ট্রাবলশুটিং ও টিউনিং সম্পর্কে জানতে হবে। সাইজিং এর সমস্যা ও এর সমাধান সম্পর্কে ধারনা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ সিনিয়র অপারেটর বা অপারেটর
যোগ্যতাঃ ক্রিল সেটিং ও ইয়ার্ণ সম্পর্কে জানা থাকতে হবে। এসওপি অনুযায়ী সাইজিং মেশিন চালাতে হবে। লিজিং মেশিন এবং বিমিং মেশিন চালানো ও নিয়ন্ত্রণ সম্পর্কে ধারনা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এসএসপি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সেকশানঃ ড্রয়িং
পদের নামঃ সুপারভাইজার
যোগ্যতাঃ ক্রেতাদের প্রদত্ত ফেব্রিক স্পেসিফিকেশন অনুযায়ী ফেব্রিকের গঠন চেক করতে জানতে হবে। অটো ড্রয়িং এর এরর ম্যাসেজ ও এর সমাধান সম্পর্কে জানতে হবে। নেতৃত্ব দেয়ার যোগ্যতা থাকতে হবে। সমস্ত খুচরা যন্ত্রাংশের প্রয়োজনীয়তা প্রস্তুত করতে সক্ষম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ডিপ্লোমা ইন টেক্সটাইল। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

৪. সেকশানঃ ইন্সপেকশান
পদের নামঃ সুপারভাইজার
যোগ্যতাঃ দৈনিক ভিত্তিতে কিউএ প্রোডাকশন রিপোর্ট তৈরী করতে জানতে হবে। যে কোন ইনগ্রে ত্রুটির জন্য উইভিং টেকনিশিয়ানকে ফিডব্যাক দেয়ার মত ধারনা থাকতে হবে। কিউএ নির্দেশনা অনুযায়ী ইনগ্রে ফেব্রিক গ্রেডিং করতে হবে  ও অন্যান্যদের ফিডব্যাক দিতে হবে। ইনগ্রে ফেব্রিকের ত্রুটি বিশ্লেশন করতে সক্ষম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. সেকশানঃ ড্রায়ার
পদের নামঃ সুপারভাইজার
যোগ্যতাঃ এসওপি অনুযায়ী ড্রায়ার মেশিন চালানো জানতে হবে। সিনথেটিক ফেব্রিকের তাপ সংবেদনশীলতা সম্পর্কে জ্ঞান থকতে হবে। ড্রায়িং এর ত্রুটি বিশ্লেষনে সক্ষম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাস্ক প্রোডাকশন
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল)
যোগ্যতাঃ মেশিন মেইনটেন্যান্স কাজে ৪ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাস্ক (সার্জিক্যাল ও কেএন৯৫ রেসপিরেটর) তৈরির কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

২. অপারেটর বা জুনিয়ার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদেরকে সম্পূর্ণ বায়োডাটা, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বয়স প্রমানের সনদ, জাতীয়তা সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতার প্রয়োজনীয় প্রমানপত্রসহ আবেদনপত্র ইমেইলঃ career.kpp@youngonectg.com বা কর্ণফূলী পলিয়েস্টার প্রোডাক্টস কোঃ লিমিটেড, প্লট নং- ৩১, কোরিয়ান ইপিজেড, আনোয়ারা, চট্টগ্রাম-৪৩৭৬, বাংলাদেশ। এ ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ ১৮ মে ২০২১ইং।

Post a Comment

Previous Post Next Post