কর কি / কর বলতে বি বুঝায়?

কর কি / কর বলতে বি বুঝায়?

  সরকারের নিকট হতে প্রত্যক্ষ কোন সুযোগ সুবিধার প্রত্যাশা না করে সুনির্দিষ্ট আইনের আওতায় জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অথ প্রদান করে তাকে কর বলে। দেশের স্বাধীনতা-সাবভৌমত্ব রক্ষা, দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও অথনৈতিক উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অথ ব্যয় করতে হয়। এজন্য সরকার বিভিন্ন উস থেকে এই অথ সংগ্রহ করে। সরকারি রাজস্বের সবচেয়ে গুরুর্ত্বপূণ উস হলো কর।


উপত্তিগত দিক থেকে কর শব্দটি ইংরেজী Tax শব্দের বাংলা রূপ। ইংরেজি Tax শব্দটির উপত্তি ফরাসি   বা ল্যাটিন Taxare শব্দ থেকে যার অথ হলো ধায করা, আদায় করা, চাজ করা ইত্যাদি।Chambers English Dictionary- তে রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলকভাবে আদায়কৃত অথকে কর বলে।

অধ্যাপক টাউলিগ- এর মতে, “সরকার কর্তৃক আয়োজিত অন্যান্য ধায হতে পৃথক ধায হিসেবে করের বৈশিষ্ট্য হলো করদাতা ও সরকারি কর্তৃপক্ষের মধ্যে কোন প্রকার প্রত্যক্ষ সুবিধা অনুপস্থিত।

Post a Comment

Previous Post Next Post