কর ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?

কর ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?

 কর ব্যবস্থাপনা হলো কর পরিশোধের জন্য অর্থায়নের ব্যবস্থাপনা, করদায় হ্রাস, ঝুঁকি হ্রাস, আয় বাজেট ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দান ইত্যাদির সমষ্টি। প্রত্যেক করদাতাকে তার কর ব্যবস্থাপনা নিশ্চিত করা উচিত। কর ব্যবস্থাপনা হলো কর পরিশোধের জন্য অর্থায়ন। অগ্রিম কর নির্ধারণ করা যাতে ঠিক সময়ে কর পরিশোধ করা যায়, কর হ্রাস পরিকল্পনার সাথে কর ব্যবস্থাপনার কোন সর্ম্পক নেই। ইহা কেবল কর পরিশোধের পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাথে সর্ম্পকযুক্ত যেখানে কর ব্যবস্থাপনার মুল অর্থই হলো আইনের বিধান মেনে সময় মত কর পরিশোধ করা। কর ব্যবস্থাপনা হলো চলমান চাকা যা কর্মপন্থা বা নীতিকে ফলাফলে পরিনত করে। ইহা কর পরিকল্পনার প্রথম ধাপ। ইহা বর্তমান, অতীত ও ভবিষ্যতের সাথে সম্পৃক্ত। আপিল, রিভিশন, সংশোধনের ক্ষেত্রে ইহা অতীত নিয়ে কাজ করে।

Post a Comment

Previous Post Next Post