প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ সালের প্রশ্ন সমাধান - বাংলা ভাষা ও ব্যাকরণ |
১. সমাস শব্দের অর্থ...
উত্তরঃ সংক্ষেপণ
২. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়...
উত্তরঃ ঋ, ও
৩. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ...
উত্তরঃ গৈ+অক্
৪. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ মুমূর্ষু
৫. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
উত্তরঃ প্রশ্নচিহ্ন
৬. ধ্ধনির পরিবর্তন কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার
৭. ‘উলুখাগড়া’ শব্দটি অর্থ কি?
উত্তরঃ গুরুত্বহীন লোক
৮. কষ্টে লাভ হয় যা...
উত্তরঃ দুলর্ভ
৯. জন্মহীন মৃত্যুহীন...
উত্তরঃ অজ
১০. ‘গাছপাথার’ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ হিসাব নিকাশ
১১. ‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ দিবস
১২. ‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ গো+এষণা
১৩. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে...
উত্তরঃ সরণি
১৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ...
উত্তরঃ প্রগতি
১৫. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ বিভীষিকা
১৬. ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন উপসর্গ?
উত্তরঃ বাংলা
১৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তরঃ ১০ টি
১৮. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ সমীচীন
১৯. বিরাম চিহ্নের অপর নাম কি?
উত্তরঃ ছেদ চিহ্ন
২০. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ আমার বড় দুরবস্থা
২১. ‘অক্ষির সমীপে’ এ সংক্ষেপ হল...
উত্তরঃ সমক্ষ
২২. ‘অলীক’ এর বিপরীত শব্দ...
উত্তরঃ সত্য
২৩. ‘আমি’ ‘আমার’ এগুলো কোন সর্বনাম পদ?
উত্তরঃ ব্যক্তিবাচক
২৪. ভাষার মূল উপকরণ কি?
উত্তরঃ বাক্য
২৫. শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ আসক্তি
২৬. নিত্য সমাসের উদারহণ কোনটি?
উত্তরঃ দেশান্তর
২৭. ‘কুসুমিত’শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ কুসুম+ইত
২৮. ‘কিরণ’ এর সমার্থক নয়...
উত্তরঃ রবি
২৯. ‘দিন যায় কথা থাকে’- এখানে ‘যায়’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ ধারাবাহিকতা
৩০. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস...
উত্তরঃ সমার্থে
৩১. ‘তাসের ঘর’ অর্থ কি?
উত্তরঃ ক্ষণস্থায়ী
৩২. ‘অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে’ এখানে ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
উত্তরঃ খাঁটি বাংলা
৩৩. মৌলিক স্বরধ্ধনি কয়টি?
উত্তরঃ ৭টি
৩৪. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
উত্তরঃ ভাই বোন
৩৫. ‘পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?
উত্তরঃ ক+ষ
৩৬. ‘রাতুল’ শব্দের অর্থ কি?
উত্তরঃ লাল
৩৭. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
উত্তরঃ ত্রিভুজ
৩৮. ‘সূর্ উঠলে আধার দূরীভূত হয়’ এখালে উঠলে কোন ক্রিয়া পদ?
উত্তরঃ অসমাপিকা
৩৯. ‘পরাজয়ের’ শব্দটিতে কোনটি উপসর্গ?
উত্তরঃ পরা
৪০. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
উত্তরঃ আকাঙ্ক্ষা
৪১. শুদ্ধ বাক্য কোনটি?
উত্তরঃ রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব।
৪২. কোনগুলো ওষ্ঠ্য ধ্ধনি?
উত্তরঃ প, ফ, ব, ভ, ম
৪৩. ‘সর্বজন’ এর বিশেষণ কি?
উত্তরঃ বিশ্বজনীন
৪৪. ‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম্+লাপ
৪৫. ‘আকাশে চাঁদ উঠেছে’- এখানে ‘আকাশে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অধিকরণে সপ্তমী
৪৬. ‘তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য
৪৭. কোনটি শুদ্ধ বাক্য?
উত্তরঃ তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
৪৮. কোনটি ‘তদ্ভব’ শব্দ?
উত্তরঃ চাঁদ
৪৯. কোন বানাটি শুদ্ধ?
উত্তরঃ Remittance
৫০. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ রীতিনীতি
৫১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তরঃ ইতি
৫২. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Parallel
৫৩. ‘ঢেউ’ এর প্রতিশব্দ...
উত্তরঃ ঊর্মি
৫৪. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ কনিষ্ঠ
৫৫. ‘সংবিধান’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম+বিধান
৫৬. জীভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্ধনিকে কি বলে?
উত্তরঃ সম্মুখ-স্বরধ্ধনি
৫৭. ‘বিনা যত্নে উতপন্ন হয় যা’...
উত্তরঃ অযত্নজাত
৫৮. ‘তিলে তৈল হয়’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ অপাদান কারকে সপ্তমী
৫৯. শশব্যস্ত কোন সমাস?
উত্তরঃ কর্মধারয়
৬০. ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?
উত্তরঃ সৌম্য
৬১. কোনটি যৌগিক বাক্য?
উত্তরঃ তুমি আমার বাড়িতে এস আমি খুশি হব।
৬২. চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য...
উত্তরঃ বস্তুবাচক
৬৩. কোনটি সঠিক বানান?
উত্তরঃ সৌজন্য
৬৪. ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রবি+ইন্দ্র
৬৫. ‘মা খোকাকে চাঁদ দেখাচ্ছে’ কোন ক্রিয়া?
উত্তরঃ প্রযোজক
৬৬. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
উত্তরঃ দিক
Post a Comment