বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের (বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা) এর নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নামঃ পরিচালক, ফাইন্যান্স/ অডিট, বিডিআরসিএস
পদের সংখ্যাঃ ১
বেতন ও ভাতাদিঃ সর্বসাকুল্যে মাসিক বেতন ৯০,০০০ টাকা ও সোসাইটির নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
দায়িত্বসমূহঃ সোসাইটির সকল প্রকার ফাইন্যান্স/ অডিট প্রতিবেদন প্রস্তুত ও সংশ্লিষ্ট কর্তুপক্ষের নিকট প্রেরণ। সোসাইটির ফাইন্যান্স/ অডিট বিভাগের দৈনন্দিন যাবতীয় কাজসমূহ পরিচালনা। সোসাইটির অন্তর্গত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান বা প্রকল্পের সাথে আর্থিক লেনদেন পযালোচনা ও যথাযোগ্য ব্যবস্থা গ্রজণ। এক্সটার্নাল অডিট টিমকে সহায়তা প্রদান।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ে (ফাইন্যান্স ও ব্যাংকিং/ একাউন্টিং) স্নাতকোত্তর ডিগ্রীধারী। Chartard Accountance/ CMA সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। স্থানীয় বা আন্তর্জাতিক এনজিও, সেচ্ছা সেবামূলক প্রতিষ্ঠানের ন্যূনতম ২০ বছরের মার্কেন্টাইল হিসাবরক্ষণে কাজের অভিজ্ঞতা। পরিচালক/ উপ-পরিচালক/ সমপদে কমপক্ষে ১০ বছরের ফাইন্যান্স/ অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা। ফাইন্যান্স/ অডিট, দুযোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও আন্তর্জাতিক সম্পর্ক স্ব স্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ৪৫ ও সর্বোচ্চ ৫৫ বছর।
অন্যান্য সুযোগ সুবধাসমূহঃ সোসাইটির নিয়মানুসারে ২ টি ফেসটিভাল বোনাস ও বৈশাখী বোনাস প্রদান করা হবে। যাতায়তের জন্য পরিবহন সুবিধা। বীমা সুবিধা।
আবেদনের শর্তাবলীঃ আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্তসহ সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জম্ম তারিখ ৩১ মে ২০২১ তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার দক্ষতা, অভিজ্ঞতা, যোগাযোগের জন্য (ই-মেইল), টেলিফোন বা মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র দাখিল করতে হবে। সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রার্থীকে নিজ জেলার বাসিন্দার স্বপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন এর কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আবেদনপত্র আগামী ৩ জুন ২০২১ তারিখের মধ্যে (বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দফতর, ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা-১২১৭) ঠিকানায় ডাকযোগে অথবা hr@bdrs.org তে মেইল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহন যোগ্য বলে বিবেচিত হবেনা। আবেদনপত্রের বিষয়ে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
Post a Comment