বাংলা সাজেশন প্রাথমিক সহকারী শিক্ষক ও সরকারি নিয়োগ পরীক্ষার জন্য |
১. আজি > আইজ এবং বাক্য > বাইক্য যে ধ্ধনি পরিবর্তনের উদাহরণ...
উত্তরঃ অপিনিহিত
২. ‘কবিতার কথা’ প্রবন্ধটি রচনা করেছেন...
উত্তরঃ জীবনানন্দ দাশ
৩. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ...
উত্তরঃ ৬ টি
৪. ‘হ্ন’ যুক্তাক্ষরের বিশ্লেষণ...
উত্তরঃ হ্ + ন
৫. ‘ঢেকি’ শব্দটি যে ধরনের শব্দ...
উত্তরঃ দেশি
৬. ‘দেখে যেন মনে হয় চিনি উহারে।’ পঙক্তির ‘যেন’ পদটি...
উত্তরঃ সংযোজন অব্যয়
৭. ভাষার মূল উপকরণ হলো...
উত্তরঃ বাক্য
৮. ‘নালিশটা অযৌক্তিক’ যে ধরনের বাক্য...
উত্তরঃ অস্তিবাচক
৯. ‘সর্বজন’এর বিশেষণ...
উত্তরঃ সর্বজনীন
১০. বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক...
উত্তরঃ কৃষ্ণকুমারী
১১. ‘গাড়ি চলে না, চলে না, চলে নারে’ গানটির গীতিকার...
উত্তরঃ শাহ আবদুল করিম
১২. ‘মুক্ত’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়...
উত্তরঃ √মচ্ + ক্ত
১৩. প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর জম্নস্থান...
উত্তরঃ কিশোরগঞ্জ
১৪. ‘আলোছায়া’ পদটি যে সমাসের অন্তর্গত...
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্প...
উত্তরঃ ভিখারিনী
১৬. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য উৎসর্গ করেন...
উত্তরঃ বারীন্দ্র কুমার ঘোষকে
১৭. ‘অক্টোপাস’ উপন্যাসের রচয়িতা...
উত্তরঃ শামসুর রাহমান
১৮. বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয়...
উত্তরঃ ১ বলার দ্বিগুন সময়
১৯. ‘অপকার করার ইচ্ছা’ এককথায় প্রকাশ...
উত্তরঃ অপচিকীর্ষা
২০. ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসের রচয়িতা...
উত্তরঃ হুমায়ুন আহমেদ
২১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন...
উত্তরঃ হুগলির দেবানন্দপুর গ্রামে
২২. ‘পরস্পর’ শব্দের সন্ধি বিচ্ছেদ...
উত্তরঃ পর + পর
২৩. প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য...
উত্তরঃ ডাক ও খনার বচন
২৪. ‘ব্রীহি’ শব্দের অর্থ...
উত্তরঃ ধান
২৫. ‘বাংলার মিল্টন’ বলা হয়...
উত্তরঃ হেমচন্দ্র বন্দোপাধ্যায়কে
২৬. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রথম ছাপা হয়...
উত্তরঃ কল্লোল পত্রিকায়
২৭. ‘যদি সত্য বল, তাহলে মক্তি পাবে’এটি যে ধরনের বাক্য...
উত্তরঃ মিশ্র বাক্য
২৮. নিত্য স্ত্রীবাচক শব্দ...
উত্তরঃ সতীন, সপত্নী, এয়ো, ললনা প্রভৃতি
২৯. যে ধাতু বিশ্লেষণ করা যায় না...
উত্তরঃ মৌলিক ধাতু
৩০. ‘ত্বরা’ এর বিপরীত শব্দ...
উত্তরঃ বিলম্ব
৩১. Chancellor এর পরিভাষা...
উত্তরঃ আচায
৩২. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষার এসেছে...
উত্তরঃ আরবি ভাষা থেকে
৩৩. বাংলা বর্ণমালায় ‘হ’...
উত্তরঃ ঘোষ মহাপ্রাণ ধ্ধনি
৩৪. Dissimulation শব্দের বাংলা পরিভাষা...
উত্তরঃ অসমীকরণ
৩৫. বচন শব্দের অর্থ...
উত্তরঃ সংখ্যার ধারণা
৩৬. ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?’ বাক্যে ‘হের’ শব্দটি কোন ধরনের ধাতু...
উত্তরঃ অজ্ঞাতমূল ধাতু
৩৭. ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধের লেখক...
উত্তরঃ বদরুদ্দীন উমর
৩৮. ‘সর্বজন’ এর বিশেষণ...
উত্তরঃ সর্বজনীন
৩৯. ‘সমুদ্রের স্বপ্ন ও শীতের অরণ্য’ গ্রস্থের রচয়িতা...
উত্তরঃ হাসান আজিজুল হক
৪০. সারদামঙ্গল কাব্যের কবি...
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
Post a Comment