বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নিম্নোক্ত স্থায়ী শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে আবেদন আহবান করা হচ্ছে।

১. পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা
বেতন স্কেল ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা, গ্রেড-৯
পদের সংখ্যাঃ ৮টি
শিক্ষাগত যোগ্যতাঃ বি এস বি (টেক)/ বি এস সি (কৃষি)/ এম এস সি/ এম এসে এবং সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণীর বা ২য় বিভাগ, কাজের বাস্তব অভিজ্ঞতাসহ প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য হবে।

২. পদের নামঃ নিরাপত্তা তত্ত্বাবধায়ক/ নিরাপত্তা কর্মকর্তা
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা, গ্রেড-১০
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন সংস্থার নিরাপত্তামূলক বিষয়ে সাত (৭) বছরের অভিজ্ঞতাসহ এইচ এস সি পাশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র অফিসার বা সমমানের অফিসার অগ্রাধিকারযোগ্য ও এ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৩. পদের নামঃ সায়েন্টিফিক এসিসটেন্ট
বেতন স্কেল ও গ্রেডঃ ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা, গ্রেড-১৩
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ২য় বিভাগে বিএসসি পাশ/ বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/ প্রকৌশলীতে ডিপ্লোমা/ দুই (২) বছরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে।

৪. পদের নামঃ জুনিয়র ফিল্ড এসিসটেন্ট (জেএফএ)
বেতন স্কেল ও গ্রেডঃ ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা, গ্রেড- ১৪
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতাঃ কৃষি সনদ/ এইচ এস সি (কৃষি)/ কৃষি ডিপ্লোমা। তবে কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

৫. পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
বেতন স্কেল ও গ্রেডঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, গ্রেড-১৬
পদের সংখ্যাঃ ৯টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এস সি পাশ। ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ৩০ ও ২০ শব্দ টাইপের গতি আবশ্যক।

৬. পদের নামঃ গাড়ী চালক/ ট্রাক চালক/ ট্রাক্টর চালক
বেতন স্কেল ও গ্রেডঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, গ্রেড-১৬
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ। যানবাহন চালনায় পাচঁ (৫) বছরের অভিজ্ঞতাসহ, হালকা বা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. পদের নামঃ ইলেক্ট্রিশিয়ান
বেতন স্কেল ও গ্রেডঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা, গ্রেড-১৬
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ট্রেড সাটিফিকেট। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৮. পদের নামঃ ল্যাবরেটরী সহকারী
বেতন স্কেল ও গ্রেডঃ ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা, গ্রেড-১৯
পদের সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক।

৯. পদের নামঃ প্রিন্টার
বেতন স্কেল ও গ্রেডঃ ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা, গ্রেড-১৯
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট শাখায় ট্রেড সাটিফিকেট থাকতে হবে।

১০. পদের নামঃ মালী
বেতন স্কেল ও গ্রেডঃ ৮২৫০ থেকে ২০০১০ টাকা, গ্রেড-২০
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণী পাশ ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১১. পদের নামঃ অফিস সহায়ক
বেতন স্কেল ও গ্রেডঃ ৮২৫০ থেকে ২০০১০ টাকা, গ্রেড-২০
পদের সংখ্যাঃ ৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণী পাশসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১২. পদের নামঃ নিরাপত্তা প্রহরী
বেতন স্কেল ও গ্রেডঃ ৮২৫০ থেকে ২০০১০ টাকা, গ্রেড-২০
পদের সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণী পাশসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম ও নিয়োগের শর্তাবলীঃ
১. অগ্রহী প্রার্থীগণ অনলাইনে (http://bjri.teletalk.com.bd) আবেদন করতে পারবে। আবেদনকরীর নাম, পিতার নাম, মাতার নাম, জম্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে, অনলাইন আবেদন ফরমে ও সেভাবে লিখতে হবে।

২. আগামী ০৯ মে ২০২১ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

৩. হাতে লেখা বা মুদ্রিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র  ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না।

৪. মুক্তিযোদ্ধাদরে কন্যা বা পুত্র/ শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডিভিট গ্রহণযোগ্য নয়।

৫. জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে।

৬. ক্রমিক নং ৪ থেকে ৭ পদসমূহে মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদরীপুর, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর. নেত্রকোণা, চাঁদপুর, পাবনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৭. ক্রমিক নং ৮ থেকে ১২ পদসমূহে নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নড়াইল, মাগুরা, মেহেরপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রায়োজন নেই।

৮. আবেদনকারীর মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

৯. আবেদনকারীর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তসমূহঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
=> অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১০ ঘটিকা।
=> অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ মে ২০২১ খ্রিঃ বিকাল ৫ ঘটিকা।
=> উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর (৭২) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বক্ষর (300 x 80 pixel) ও রঙিন ছবি (300 x 300 pixel) স্কেন করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

গ. অনলাইনে আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাযক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার আগেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবে।

ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের নিয়মঃ
অনলাইনে আবেদনপত্র যথাযাতভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট কারী প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি আবেদনকারীর কপি পাবেন। উক্ত আবেদনকারীর কপি প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবদনকারীর কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১২ নং পদের জন্য ৫৬ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা।

এসএমএস এর নিয়ম নিম্নবূপ:
প্রথম এসএমএস: BJRI<space>User ID লিখে  send করতে হবে 16222  নম্বরে।
Example: BJRI AKJFHK
Reply: Applicant's Name, Tk... will be charged as application fee. Your PIN is 42349238. To pay fee Type BJRI<space>YES<space>PIN and send to 16222.
দ্বিতীয় এসএমএস:BJRI<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: BJRI YES 42349238
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BJRI Application for post.....User ID is (AKJFHK) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bjri.teletalk.com.bd ওয়েবসাইটে ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় ও উর্ত্তীণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরূদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: BJRI<space>Help<space>User<space>User ID and Send to 16222
Example: BJRI Help User AKJFHK and send to 16222
PIN Number জানা থাকলে: BJRI<space>Help<space>PIN<space>PIN No and Send to 16222
Example: BJRI Help PIN 42349238 and send to 16222

১০. কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১১. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১২. এ নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখের ১২.০০.০০০০.০৬৩.১১.০০১.১৭ (অংশ-১).৫৭ সংখ্যক স্মারকপত্রের আলোকে প্রচার করা হল।

Post a Comment

Previous Post Next Post