Europe Crisis Manager Angela Merkel

Europe Crisis Manager Angela Merkel

Europe Crisis Manager Angela Merkel

Angela Merkel is the strongest chancellor of Germany. Her other name is “Europe Crisis Manager". Not only in Europe, but also in the Middle East, America and Asia. There is a saying among world politicians, "Never underestimate Merkel". We haven't had a chance to look down on him in the last 15 years. Angela Merkel is leaving politics in September 2021, so she is preparing.

The most successful politician of the current century is going to witness retirement. Angela Merkel has seen five British prime ministers, seven Italian prime ministers and four French presidents in office. Joe Biden is experience to work as fourth US President after taking office on 20 January 2021. During this time, the Japanese Prime Minister has changed his mind eight times.

Despite all this experience, Merkel has spent most of her time proving herself. Merkel's rivals have often tried to insult her. When she became the first German chancellor on 22 November 2005, many feared she would not last long. The Daily Build, an influential German newspaper, enlarged the picture and printed a picture of him that day, entitled 'Min Germany'. But the opposite happened. In this long time many world leaders have come and gone again. But Merkel was in her place. No one could move him. Merkel is leaving when she wants to go.

On 17 January 2021, Armin Lachett was elected the new chairman of the ruling right-wing Christian Democratic Union (CDU). On September 26, 2021, Lachett will take over as the new chairman of the party as Angela Merkel's successor. The Angela Merkel era will come to an end with the arrival of Lachet.

বাংলা অনুবাদঃ
অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির একালের সবচেয়ে বলিষ্ঠ চ্যান্সেলর। তার আরেক নাম “ইউরোপের ক্রইসিস ম্যানেজার। শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্য, আমেরিকা ও এশিয়াতেও তার সমান প্রভাব রয়েছে। বিশ্ব রাজনীতিবিদদের মধ্যে একটা প্রবাদ আছে “কখনো খাটো করে দেখো না মার্কেলকে”। তাকে গত ১৫ বছর খাটো করে দেখার সুযোগ ছিল না। অ্যাঞ্জেলা মার্কেল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাজনীতি ছাড়বেন, সেজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। 

বর্তমান শতক সবচেয়ে সফল রাজনীতিবিদ অবসর প্রত্যক্ষ করতে যাচ্ছে। অ্যাঞ্জেলা মার্কেল দেখেছেন নিজের দায়িত্ব পালন কালে পাঁচ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেখেছেন, দেখেছেন সাত ইতালিয়ান প্রধানমন্ত্রী ও চার ফরাসি প্রেসিডেন্ট। জো বাইডেন ২০ জানুয়ারি ২০২১ দায়িত্ব গ্রহণের পর চতুর্থ মার্কিন প্রেসিডিন্ট এর সাথেও কাজ করার অভিজ্ঞতা হবে। এ সময় আট বার পালা বদল হয়েছে জাপানের প্রদানমন্ত্রীর।  

অ্যাঞ্জেলা মার্কেল


এ সকল অভিজ্ঞতা থাকার পরেও মার্কেলের তার দায়িত্ব পালনের অধিকাংশ সময় নিজেকে প্রমান করতেই চলে গেছে।  মার্কেল প্রতিদ্বন্দীরা প্রায়শই তাকে অপমানের চেষ্টা করেছেন। ২০০৫ সালের ২২ নভেম্বর যখন প্রথম নারী হিসেবে জার্মান চ্যান্সেলরের দায়িত্ব নেন, তখন আনেকেই ভেবেনিয়ে ছিল তিনি বেশি দিন টিকবেন না। দৈনিক বিল্ড জার্মানের একটি প্রভাবশালী পত্রিকা সেদিন বড় করে তার ছবি ছাপিয়ে শিরোনাম দিয়েছিল ‘মিন জার্মানি’।  কিন্তু তার উল্টো ঘটেছে। এ দীর্ঘ সময় অনেক বিশ্ব নেতা এসেছেন আবার চলেও গেছন। কিন্তু মার্কেল ছিলেন তার স্থানে। কেউ তাকে নাড়াতে পারেনি। মার্কেল তখই যাচ্ছেন যখন তিনি যেতে চাচ্ছেন।

২০২১ সালের ১৬ জানুয়ারি ক্ষমতাসীন ডানপন্থি  দল “ক্রিশ্চিয়ান ডেমোক্র্যোটিক ইউনিয়ন (সিডিইউ)” এর নতুন চেয়ারম্যান আরমিন ল্যাশেট নির্বাচিত হন।  ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ল্যাশেট অ্যাঞ্জেলা মার্কেলের উত্তরসূরী হিসেবে দলের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। ল্যাশেটের আগমনের মধ্য দিয়েই অবসান ঘটবে অ্যাঞ্জেলা মার্কেল যুগের।

International Women's Day (IWD) And Harassment Against Women

Post a Comment

Previous Post Next Post