DUET Job Circular
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূণ্য পদসমূহে সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে নিম্নোক্ত শর্তাধীনে ও নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নামঃ অধ্যাপক
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৫৬,০০০ খেকে ৭৪,৪০০/= (গ্রেড-৩)
বিভাগ/ দপ্তরঃ যন্ত্রকৌশল বিভাগ
পদের সংখ্যাঃ ৩ টি
২. পদের নামঃ সহকারী অধ্যাপক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৩৫,৫০০ থেকে ৬৭,০১০/= (গ্রেড-৬)
বিভাগ/ দপ্তরঃ রসায়ণ বিভাগ
পদের সংখ্যাঃ ১ টি
৩. পদের নামঃ সহকারী প্রকৌশনী (সিভিল)
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ২২,০০০ থেকে ৫৩,০৬০/= (গ্রেড-৯)
বিভাগ/ দপ্তরঃ প্রকৌশল অফিস
পদের সংখ্যাঃ ১টি
৪. পদের নামঃ রিসার্চ অফিসার
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ২২,০০০ থেকে ৫৩,০৬০/= (গ্রেড-৯)
বিভাগ/ দপ্তরঃ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড সাসটেইনেবিলিটি রিসার্চ সেন্টার
পদের সংখ্যাঃ ২টি
৫. পদের নামঃ অফিস এ্যাসিসটেন্ট কাম কম্পিউটার অপারেটর (উচ্চতর পদের বিপরীতে)
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০/=(গ্রেড-১৬)
বিভাগ/ দপ্তরঃ কম্পট্রোলার অফিস
পদের সংখ্যাঃ ১টি
৬. পদের নামঃ লাইব্রেরী এটেনডেন্ট
বেতন ও গ্রেড -জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীঃ ৮,৫০০ খেকে ২০,৫৭০/= (গ্রেড-১৯)
বিভাগ/ দপ্তরঃ কেন্দ্রীয় লাইব্রেরী
পদের সংখ্যাঃ ১টি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের নিয়মাবলী
১. আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী এবং জীবন বৃত্তান্তের নির্ধারিত ফরমেট অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ওয়েবসাইট http://www.duet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
২. “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর- এর অনুকূলে ক্রমিক নং-০১ থেকে ০৪ এ বর্ণিত পদের জন্য ৩৫০/= ও ক্রমিক নং- ০৫ এ বর্ণিত পদের জন্য ২০০/= এবং ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদের জন্য ১০০/= টাকার পে-অর্ডার বা ডিডি দাখিল করতে হবে।
৩. ক্রমিক নং- ০১ এ বর্ণিত অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ পদের আবেদনপত্র আগামী ২৫ মার্চ ২০২১ তারিখ এবং অন্যান্য আবেদনপত্র আগামী ০৮ এপ্রিল ২০২১ তারিখ বিকাল ৪ টার মধ্যে “রেজিস্টার, ঢাকা প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” এর বরাবার পৌছাতে হবে।
Post a Comment