শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Shakti Foundation Job Circular

পদের নামঃ ট্রেইনি ক্রেডিট অফিসার।
পদের সংখ্যাঃ ৫০০ (পাঁচশত) জন।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক।
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর মাসিক বেতন ও ভাতা

প্রশিক্ষণবকালীন ৩ মাস ১০,০০০ টাকা। প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পর ২০,০০০ টাকা। প্রশিক্ষণকালীণ সময় নির্বাবিত প্রার্থী তিন মাস ট্রেইনি ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষনে থাকবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর স্থায়ীকরণের পর ক্রেডিট অফিসার পদে উত্তীর্ন হবেন।

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর সুযোগ সুবিধাসমূহ

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০ টাকা করে পাহাড়ী ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসী মোতাবেক বৈশাখী ভাতা ও বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে। চাকুরী স্থায়ীকরণের পর সংস্থায় পলিসী অনুযায়ী গ্র্যাচুইটি, প্রমোশনের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং ইনক্রিমেন্ট সুবিধা রয়েছে। কোন কর্মী কর্মকালীন সময়ে মৃত্যু হলে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করা হবে। নরী কর্মীদের জন্য মাতৃকালীন ছয় (৬) মাস ছুটি ও পুরুষ কর্মীদের জন্য সাত (৭) দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সযোগ রয়েছে। আকর্ষণীয় ছাড়ে সংস্থার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধের সুযোগ রয়েছে। সংন্থার পলিসী অনুযায়ী মাঠপযায়ের কর্মীদের মাসিক পারফরমেন্স এর উপর ভিত্তি করে ইনসেনটিভ সুবিধা প্রদান করা হবে।

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর আবেদন করার নিয়ম ও শর্তাবলী

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা পূর্ণ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোল দু্ই কপি রঙিন ছবি, অভিজ্ঞতার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম (মোবাইল নম্বর, পূর্ণ ঠিকানা, পেশা) সহ, নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী ৩১ মার্চ ২০২১ তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। সংস্থার চাহিদা মোতাবেক নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রয়োজনী কাগজপত্রসমূহ প্রদান করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার স্থান, সময় ও তারিখ মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন এর আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন
বাড়ি# ৪, রোড# ১(মেইন রোড), ব্লক# এ, সেকশন# ১১
মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

ওয়েবসাইটঃ www.shakti.org.bd/career

Shakti Foundation for Disadvantaged Women Job Circular

Post a Comment

Previous Post Next Post