Bangladesh Securities and Exchange Commission Job Circular |
পদের নামঃ সহকারী পরিচালক (সাধারণ)
পদের সংথ্যাঃ ৫৭
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। গ্রেড ৯।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ক্যাপিটাল মার্কেট, পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
পদের নামঃ সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস)
পদের সংথ্যাঃ ০৪
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। গ্রেড ৯।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
পদের নামঃ সহকারী পরিচালক (এমআইএস)
পদের সংথ্যাঃ ৪
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। গ্রেড ৯।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও এমআইএস বা সমজাতীয় বিষয়ে চার বছর মেয়াদি সম্মান (স্নাতক) বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি।
পদের নামঃ জনসংযোগ কর্মকর্তা
পদের সংথ্যাঃ ২
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। গ্রেড ৯।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
পদের নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংথ্যাঃ ১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। গ্রেড ৯।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্নান) ডিগ্রি।
পদের নামঃ ব্যক্তিগত কর্মকর্তা
পদের সংথ্যাঃ ২১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। গ্রেড ১০।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। ইংরেজি ও বাংলা সাঁট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৬০ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
পদের নামঃ লাইব্রেরীয়ান
পদের সংথ্যাঃ ১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। গ্রেড ১০।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সাইন্সে ডিপ্লোমা বা লাইব্রেরি সাইন্সে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
পদের নামঃ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংথ্যাঃ ৪
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ১১০০০ থেকে ২৬৫৯০ টাকা। গ্রেড ১৩।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
পদের নামঃ ক্যাশিয়ার
পদের সংথ্যাঃ ১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ১০,২০০ থেকে ২৪৬৮০ টাকা। গ্রেড ১৪।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বা ব্যবসায় শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা।
পদের নামঃ মেডিক্যাল এসিসটেন্ট
পদের সংথ্যাঃ ১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ১০,২০০ থেকে ২৪৬৮০ টাকা। গ্রেড ১৪।
যোগ্যতাঃ কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিক্যাল টেকনোলজি (ফার্মেসি)তে ডিপ্লোমা ডিগ্রি।
পদের নামঃ অভ্যর্থনাকারী
পদের সংথ্যাঃ ১
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা। গ্রেড ১৬।
যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে কথা বলার যোগ্যতাসম্পন্ন।
পদের নামঃ গাড়িচালক
পদের সংথ্যাঃ ৩
বেতন ও গ্রেডঃ ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা। গ্রেড ১৬।
যোগ্যতাঃ কোন স্বীকৃত কোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ভারী বা হালকা মোটরগাড়ী চাললায় বৈধ লাইসেন্স প্রাপ্ত । মোটরগাড়ী চালনায় অভিজ্ঞতা।
পদের নামঃ অফিস সহায়ক
পদের সংথ্যাঃ ২৭
বয়সসীমাঃ অনূধ্ধ ৩০ বছর
বেতন ও গ্রেডঃ ৮২৫০ থেকে ২০০১০ টাকা। গ্রেড ২০।
যোগ্যতাঃ কোন স্বীকৃত কোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
আগ্রহী প্রার্থীগণ অনলাইনে ০১ এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ তারিখ এর মধ্যে বাংলাদেশ সময় রাত ১২ টা পযন্ত আবেদন করতে পারেবেন।
প্রার্থীগণ www.sec.gov.bd এই ওয়েভসাইটে আবেদনপত্র পূরণের লিংক পাবেন।
Post a Comment