বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ( বিজিডিসিএল) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ( বিজিডিসিএল) বা Bakhrabad Gas Distribution Company Ltd হল পেট্রোবাংলার একটি কোম্পনী। বিজিডিসিএল নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইন পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখান্ত আহবান করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত

বিজিডিসিএলের পদের নাম: সহকারী প্রকোশলী বা সহকারী ব্যবস্থাপক (কারিগরি)।
বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী):  ২২,০০০ থেকে ৫৩০৬০ টাকা (গ্রেড- ৯ম)
পদের সংখ্যা: ২২ জন (সিভিল ইঞ্জিনিয়ার ৬ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৯ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩ জন, ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ২জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ২জন)।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বা সরকারী/ আধা-সরকারী/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ সংস্থায় ৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএলের পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ)।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ২২,০০০ থেকে ৫৩০৬০ টাকা (গ্রেড- ৯ম)।
পদের সংখ্যা: ১৩ জন।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা ৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএলের পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব/নিরীক্ষা)।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ২২,০০০ থেকে ৫৩০৬০ টাকা (গ্রেড- ৯ম)।
পদের সংখ্যা: ১৪ জন।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  বানিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী/ সিএ (ন্যূনতম নলেজ লেভেল)/ আইসিএমএ (প্রফেশনাল লেভেল-১)/ এমবিএ/ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি সম্মানে ২য় শ্রেণী।

বিজিডিসিএলের পদের নাম: উপ-সহকারী প্রকৗশলী।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড- ১০ম)।
পদের সংখ্যা: ৪ জন (সিভিল ইঞ্জিনিয়ার ১ জন, মেকানিক্যালি ইঞ্জিনিয়ার ১ জন, কম্পিউটার ইঞ্জিনিয়ার ১ জন, অটোমোবাইল ইঞ্জিনিয়ার ১ জন)।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএলের পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড- ১০ম)।
পদের সংখ্যা: ৩ জন।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ডিগ্রী।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএলের পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড- ১০ম)।
পদের সংখ্যা: ৮ জন।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর বা ৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী বা সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় প্রশাসনিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএলের পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব/ রাজস্ব)।

বেতনস্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী): ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা (গ্রেড- ১০ম)।
পদের সংখ্যা: ১ জন।
প্রয়োজনী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী বা সরকারী বা আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ বি.কম।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বিজিডিসিএল -এ অনলাইনে আবেদনপত্র পূরনের নির্দেশনাবলী

১. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bgdcl.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রকাশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

২. অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০ টা

৩. অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ মার্চ ২০২১ বিকাল ৫ টা

৪. উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফরম সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

৫. অনলাইনে আবেদন ফরমে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

৬. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন ফরম এর তথ্য শতভাগ নিশ্চিত হবেন, যেহেতু পরবর্তী সকল কাযক্রমে এ তথ্য ব্যবহৃত হবে।

৭. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন ফরম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষন করবেন।

৮. ইউজার আইডি প্রা্প্ত প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে আবেদন ফি বাবদ ৬৭২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) অফেরতযোগ্য অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।
 
1st SMS: BGDCL<Space>User ID and send to 16222
 Example: BGDCL IUKJAS and send to 16222
 Reply SMS: Applicant's Name, Post Name, Tk. 672 (including TBL service charge) will be charged as Application fee. Your PIN is xxxxxxxx (8 digit number)

 2nd SMS: BGDCL<Space>YES<Space>PIN and send to 16222
 Example: BGDCL YES 78938438 and send to 16222
 Reply SMS: Congratulations Applicant's Name, payment completed successfully for BGDCL Application for "Post Name" User ID is (xxxxxxx) and PIN (xxxxxxxx)

এখানে বিশেষভাব উল্লেখ্য, অনলাইনে আবেদন ফরম এর সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেয়া হলে অনলাইন আবেদন ফরম কোন অবস্থাতেই গৃহীত হবে না।

Bakhrabad Gas Distribution Company Ltd Job Circular
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী  ( বিজিডিসিএল) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
Bakhrabad Gas Distribution Company Ltd

Post a Comment

Previous Post Next Post