Sadharan Bima Corporation Job Circular |
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পুরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদগুলোতে আবেদনের ক্ষেত্রে আবশ্যকীয় যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলঃ
পদের নামঃ ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
জাতীয় বেতনস্তেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল ও গ্রেড: গ্রেড-০৩, স্কেল: ৫৬৫০০ থেকে ৭৪৪০০ টাকা ।
পদের নামঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ সি.এ ও এম.বি.এ ডিগ্রী
বয়সঃ সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর।
পদের নামঃ সহকারী জেনারেল ম্যানেজার (হিসাবরক্ষণ)
জাতীয় বেতনস্তেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল ও গ্রেড: গ্রেড-০৪, স্কেল: ৫০০০০ থেকে ৭১২০০ টাকা ।
পদের নামঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসহ সি.এ ও এম.বি.এ ডিগ্রী
বয়সঃ সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর।
পদের নামঃ সিনিয়ার সিস্টেম এনালিস্ট
জাতীয় বেতনস্তেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল ও গ্রেড: গ্রেড-০৪ , স্কেল: ৫০০০০ থেকে ৭১২০০ টাকা ।
পদের নামঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোন সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র প্রোগ্রামার হিসাবে ন্যূনতম তিন বছরের বাস্তব অজ্ঞিতা। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সঃ সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর।
পদের নামঃ প্রোগ্রামার
জাতীয় বেতনস্তেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল ও গ্রেড: গ্রেড-০৬ , স্কেল: ৩৫৫০০ থেকে ৬৭০১০ টাকা ।
পদের নামঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোন সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র প্রোগ্রামার হিসাবে ন্যূনতম চার বছরের বাস্তব অজ্ঞিতা।
বয়সঃ সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর।
পদের নামঃ এসিস্ট্যোন্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার
জাতীয় বেতনস্তেল ২০১৫ অনুযায়ী বেতনস্কেল ও গ্রেড: গ্রেড-০৯ , স্কেল: ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা ।
পদের নামঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বয়সঃ সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত তথ্য সম্বলিত জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবেঃ
১. পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে) ২. পিতার নাম ৩. মাতার নাম ৪. স্থায়ী ঠিকানা ৫. বর্তমান ঠিকানা ৬. জম্ম তারিখ ৭. বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ৮. জাতীয়তা ৯. শিক্ষাগত যোগ্যতা ১০. পেশাগত যোগ্যতা ১১. অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ১২. ধর্ম ১৩. বৈবাহিক অবস্থা ১৪. মোবাইল নম্বর ১৫. ই-মেইল এ্যাড্রেস ১৬. নাগরিকত্ব সনদপত্র ১৭. জাতীয় পরিচয়পত্র বা জম্ম নিবন্ধন নম্বর ১৮. পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ, ইস্যুকারী ব্যাংকের নাম ও শাখার নাম ১৯. চাকুরীরত থাকলে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।
আবেদন পত্রের সাথে যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট দাখিল করতে হবেঃ
১. প্রতিটি পদের জন্য রাষ্ট্রায়ত্ব যে কোন তফসিলি ব্যাংকের শাখা থেকে সাধারণ বীমা কর্পোরেশন এর অনুকূলে ৫০০ টাকা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ২. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ৩. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের ফটোকপি ৪. নিজ জেলার সমর্থনে জাতীয়তা সনদপত্র ৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৬. অজ্ঞিতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদনপত্র পাঠানো ঠিকানাঃ
ডেপুটি জেনারেল ম্যানেজার
মানব সম্পদ বিভাগ (৮ম তলা)
সাধারন বীমা কর্পোরেশন, প্রধান কাযালয়
৩৩ দিলকুশা বা/এ
ঢাকা-১০০০।
আবেদন ডাকযোগে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে।
Bangladesh Securities and Exchange Commission Job Circular
Post a Comment