বিএনপিএস-মাইক্রোফাইন্যান্স ট্রাস্টে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ
নারী প্রগতি সংঘ-বিএনপিএস ১৯৮৬ সাল থেকে সকল ধরণরে বৈষম্যমুক্ত সমাজ গঠনরে লক্ষ্যে কাজ করে আসছে। সংস্থার মাইক্রোফাইন্যান্স ট্রাস্ট প্রোগ্রামে  চট্টগ্রাম মহানগরীতে স্থায়ীভাবে কাজ করার জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে

আবেদনের যোগ্যতা শর্তাবলী নিম্নরূপঃ
পদের
নামঃ কমিউনিটি অর্গানাইজার।
পদের সংখ্যাঃ কিছু সংখ্যক।
শিক্ষাগত
যোগ্যতাঃ স্নাতক / উচ্চ মাধ্যমিক।
মাসিক বেতন ভাতাঃ আলোচনা সাপক্ষে।
অভিজ্ঞতাঃ  ক্ষুদ্রঋণ কর্মসূচিতে নূন্যতম ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
 

শর্তাবলীমূহঃ

. যোগদানের তারিখ হতে ০৬ মাস প্রবেশনকাল সন্তোষজনক হলে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
. স্থায়ীকরণের পর হতে বর্ধিত বেতনভাতা, উৎসব বোনাস-০২টি, বৈশাখী ভাতা, প্রভিডেন্ড ফান্ড, গ্রাচুইটি, ছুটি বাৎসরিক বেতনবৃদ্ধি ইত্যাদি কার্যকর হবে
. যোগদানের দিন একমাসের সমপরিমান টাকা জামানত হিসাবে সংস্থায় জমা করতে হবে, যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য
. একজন বৈধ অভিভাবক সহ ২জনের জামানতনামা দাখিল করতে হবে
. কর্মএলাকায় অবস্থান করে বস্তিবাসী দরিদ্র মহিলা জনগোষ্ঠেীর সাথে নিবিড়ভাবে কাজ করার  মানসিকতা থাকতে হবে

উপরোক্ত শর্তসাপেক্ষে কাজ করতে আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীগনকে আগামী ১৫/০১/২০২০ ইং তারিখের মধ্যে ০২ কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি সহ চীফ এক্সিকিউটিভ, বিএনপিএস-মাইক্রোফাইন্যান্স ট্রাস্ট বরাবরে নিম্ন ঠিকানায় আবেদন করতে বলা হচ্ছে

জীবনবৃত্তান্তে স্থায়ী বর্তমান ঠিকানা, অভিজ্ঞতার বর্ণনা, মোবাইল নম্বর সহ ০২ জন পরিচিত ব্যক্তির রেফারেন্স (মোবাইল নম্বরসহ) উল্লেখ করতে হবে

আবেদনের ঠিকানাঃ

বিএনপিএস-মাইক্রোফাইন্যান্স ট্রাস্ট, চট্টগ্রাম
বেলী
ভবন (বিস্তার আর্ট এর ২য় তলা), ইমপিরিয়াল স্কুল এন্ড কলেজের পাশেই                  
৬৮৮
/সি, নম্বর লেইন মেহেদীবাগ, চট্টগ্রাম। মোবাইল নম্বরঃ ০১৯৬৮৬০৪২৪২              

Website: https://bnps.org
Email:
mftrust.chittagong@gmail.com

Post a Comment

Previous Post Next Post