Abul Khair Tobacco Company Ltd Job Circular |
Position: Trade Marketing Officer (TMO)
Educational Qualification: Masters Degree in any discipline from any reputed public University. No third division/ class or equivalent CGPA in any examination.
Other Qualification: At least 1 years working experience in cigarette promotion/ marketing. Height at least 5'6". Age within 32 years old.
Responsibilities: Maintaining and developing effective working relationship with main stakeholders for flourishing more opportunities of business. Efficient execution & ensuring effective of trade marketing activities in assigned territory.
Requirements: Willingness to take responsibilities & challenges with commitment and honesty. Able to ride motorbike. Ability to work on under pressure. Sound interpersonal skills to work with team environment.
Salary and Other Benefits: BDt 40,000 taka with other benefits of as per organization policy. Performance based career progression. Good work environment. Exceptional training facilities.
Application Process: Interest candidates can submit their update resume with passport size photograph and cover letter at career@abulkhairgroup.com (Please mention 'TMO (Tobacco)' in subject of email.
Application Deadline: 31 July 2021
১. পদের নামঃ এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার/ সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল মেইনটেন্যান্স)
যোগ্যতাঃ প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ও ন্যূনতম ১ বছর বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাসহ ন্যূনতম ৬ বছর মেকানিক্যাল মেইনটেন্যান্সের কাজে নির্দেশনা, তত্ত্বাবধান ও সহযোগিতার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
২. পদের নামঃ সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেট্রিক্যাল মেইনটেন্যান্স)
যোগ্যতাঃ প্রার্থীকে ইলেট্রিক্যাল ও সমমান বিষয়ে ডিপ্লোমাসহ ইলেট্রিক্যাল মেইনটেন্যান্সের কাজে নির্দেশনা, তত্ত্বাবধান ও সহযোগিতা করার কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৩. পদের নামঃ সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (অপারেশন)
যোগ্যতাঃ প্রার্থীকে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাসহ যে কোন পাওয়ার প্ল্যান্টের অপারেশনের কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৪. পদের নামঃ ফোরম্যান/ এ্যাসিস্টেন্ট ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স)
যোগ্যতাঃ প্রার্থীকে এসএসসি, ভোকেশনাল কোর্স বা সমমানের যে কোন শিক্ষাসহ ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স এর কাজে তদারকি করার কাজে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৫. পদের নামঃ টেকনিশিয়ান/ এ্যাসিস্টেন্ট টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল মেইনটেন্যান্স)
যোগ্যতাঃ প্রার্থীকে এসএসসি বা কারিগরি শিক্ষাসহ ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি তদারকি, মেরামত ও রক্ষণাবেক্ষন কাজে ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৬. পদের নামঃ বয়লার অপারেটর
যোগ্যতাঃ প্রার্থীকে এসএসসি, কারিগরি বা সমমানের শিক্ষাসহ বয়লার পরিচালনায় সকল কাজ নিশ্চিত করার কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও বয়লার পরিচালনা সনদপ্রাপ্ত হতে হবে।
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অভিজ্ঞতা সনদসহ নিজ নিজ জীবনবৃত্তান্ত, খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করে আগামী ৩১ মে ২০২১ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাসা নং# ৪/বি, রোড# ৯৪, ৩য় তলা, গুলশান ২, ঢাকা-১২১২ এই ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বা ইমেইল করুলঃ career@abulkhairgroup.com এই ঠিকানায়।
Previous Job Circular
Position: Territory Sales Officer (TSO)
Requirements: MBA or Masters in any discipline from any Public University. Third division or class CGPA will no be acceptable in any examination. Sound physical health height minimum 5 feet 6 incs. Age not over 32 years in 20 April 2021.
Experience: At least 6 months field related work experience in FMCG company. Fresher can apply.
Salary and Other Benefits: Salary BDT 40,000 to 45,000 taka only. Other benefits as per company policy.
Responsibilities: Maintain administrative activities. Implement organizational policies. Increase trade relation with different customers & traders. Ensure growth of market share. Supervise trade and sales marketing activities.
Application Deadline: 20 April 2021
Interest candidates can send their resume at career@abulkhairgroup.com please mention position name at subject line.
=========================================================================
আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড এর মাকেটি বিভাগে তামাকজাত পন্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতন ভিত্তিক ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। পরিশ্রমী ও সুস্বাস্থ্যের অধিকারী যেকোন বাংলাদেশী পুরুষ নাগরিক নিম্নের শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লেখিত পদের জন্য প্রার্থী হতে পারেনঃ
শিক্ষগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী।
অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়। কিন্তু এফএমসিজি সেলস এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনঃ ২২,০০০ থেকে ২৬,০০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
কর্মস্থলঃ বাংলাদেশের যেকোন এলাকা।
বয়সঃ নূন্যতম চব্বিশ বছর।
উচ্চতাঃ পাঁচ ফুট ছয় ইঞ্চি।
কাজের দায়িত্বসমূহঃ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিটি আউটলেট এ নিজস্ব কোম্পনির ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণের পাশাপাশি ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন পূর্বক দায়িত্বপ্রাপ্তে এলাকায় নিজস্ব ব্র্যান্ডসমূহের বিক্রয় ও মার্কেটি শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করা।
সাক্ষাৎকারের তারিখঃ ১৪/০১/২০২১ এবং ২০/০১/২০২১
সাক্ষাৎকারের সময়ঃ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পযর্ন্ত।
কোম্পানির/ উপস্থিতির ঠিকানাঃ
আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
বাড়ি নং-৭৫,রোড নং-৯/এ, ধানমন্ডি আবাসিক এলাকা (স্টার কাবাব এর পিছনে)
ঢাকা-১২০৯।
প্রার্থীকে আসার সময় জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি পাসর্পোট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারে উপস্থিতির জন্য কোন ধরনের টিএ, ডিএ প্রদান করা হবে না। তবে প্রাথকিমভাবে নির্বাচিত ও ১৪ দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীদেরকে কোম্পানির বিধি মোতাবেক ট্রেনিং এলাউন্স প্রদান করা হবে।
============================================================
Previous Circular
Abul Khair Tobacco Company Limited is a largest tobacco marketing company in Bangladesh. Recently they publish a job circular for recruit Assistant Marketing Officer for their marketing department.
They want marketing related experience for this post. This experience will be FMCG Sales related. Age minimum 24 years. Hight 5.6". Salary: 22,000 to 26,000 taka will depend on experience and skill. Working area will anywhere in Bangladesh.
Top 20 Interview Tips
Post a Comment