Translation from Bengali to English |
২. আমি কখনো পাহাড় দেখি নাই = I have never seen a hill.
৩. আমি পড়া অপেক্ষা লেখা অধিক পছন্দ করি = I prefer writing to reading.
৪. আলস্য সময় নষ্ট করো না = Do not waste your time in idleness.
৫. আমি রোজ সকালে বেড়াই = I walk every morning.
৬. আমি একটি এক টাকার নোট হারিয়েছি = I have lost a one taka note.
৭. আমাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয় = We should not waste away our time in evil work.
৮. আমি কি আপনার জন্য সেখানে অপেক্ষা করবো? = Shall i wait for you there?
৯. এত দেরী করোনা পাছে ট্রেন ফেল করবে = Do not make so late lest you should miss the train.
১০. এদিক ওদিক ছুটাছুটি করছ কেন? = Why are you running to and fro?
১১. কক্সবাজারের দৃশ্যাবলি বড়ই মনোরম = The scenery of Cox's Bazar is very charming.
১২. গোলাপকে ফুলের রাণী বলা হয় = The rose is called the queen of flowers.
১৩. চকচক করলেই সোনা হয় না = All the glitters is not gold.
১৪. তুমি আজ সকালে কি খেয়েছিলে = What did you eat this morning?
১৫. তুমি কি রোজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়? = Do you say prayers five times a day?
১৬. তুমি কি জান সে কোথায়? = Do you know where he is?
১৭. ছেলেমেয়েরা আনন্দে নাচিতেছিল = The boys and girls were dancing in joy.
১৮. গতকাল আমি তোমার চিঠি পেয়েছি = I received your letter yesterday.
১৯. আমার হাতে এখন অনেক কাজ = Now I have a lot of works in my hand.
২০. কি মধৃর তার কথা! = How sweet his words are!
২১. কাক সর্বাপেক্ষা চালাক পাখি = The crow is the cleverest bird.
২২. আমি না হেসে পারলাম না = I could not help laughing or I could not but laugh.
২৩. গাছটিতে ফুল ধরেছে = The tree is in flowers.
২৪. তুমি কি ঘুড়ি উড়াতে পার? = Do you know how to fly a kite?
২৫. তোমার আব্বা কার গাড়ি চালান? = Whose car does your father drive?
২৬. ধনীরা সব সময় সুখী নয় = The rich are not always happy.
২৭. বিপদের বন্ধই প্রকৃত বন্ধ = A friend in need is a friend indeed.
২৮. শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো = The child came to me laughing.
২৯. সে আমার কথা শুনলো না = He did not listen to me.
৩০. সে কম কথা বলে কিন্তু বেশি পরিশ্রম করে = He talk less, but works more.
৩১. এখন সকাল ৭টা বেজে দশ মিনিট = It is ten minutes past seven in the morning.
৩২. চরিত্রবান লোককে সকলেই শ্রদ্ধা করে = All respect a man of character.
৩৩. তুমি কাল স্কুলে যাও নাই কেন? = Why did not you go to school yesterday?
৩৪. বেড়ানো একটি ভাল ব্যায়াম = Walking is a good exercise.
৩৫. ফজলুল হক বাংলাদেশের নেপোলিয়ান ছিলেন = Fazlul Haq was the Nepolean of Bangladesh.
৩৬. মানুষ মাত্রই ভুল হয় = To err is human.
৩৭. সততা সর্বোৎকৃষ্ট পন্থা = Honesty is the best policy.
৩৮. শিশুটি হামাগুড়ি দিতেছিল = The child was crawling.
৩৯. সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে = Happiness and sorrow come by turns.
৪০. দুইয়ে দুইয়ে চার হয় = Two and Two make four.
Post a Comment