গুরুর্ত্বপূর্ণ সাধারন জ্ঞান ব্যাংক/বিসিএস/এনটিআরসি/সরকারি পরীক্ষা/হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষা

www.careerzone24.com
১. কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিনের সাথে সম্পর্কযুক্ত?
=> জাতীয় শিশু দিবস
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
=> ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
৩. সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিশৌধের স্থপতি কে?
=> সৈয়দ মাইনুল হোসেন
৪. ‘শিখা অনির্বাণ’ কোথায় অবস্থিত?
=> ঢাকা সেনানিবাসে
৫. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
=> সোহরাওয়ার্দী উদ্যানে
৬. তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত?
=> ভাষা আন্দোলন
৭. জাতীয় শহীদ দিবসকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটি স্বীকৃতি প্রদান করে?
=> ইউনেস্কো
৮. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গর্ভনর জেনারেল কে ছিলেন?
=> গোলাম মোহাম্মদ
৯. ১৯৭১ সালের ৭ মার্চ কেন বিথ্যাত?
=> বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষনের জন্য
১০. I have a dream ভাষণটি প্রদান করেন কে?
=> মার্টিন লুথার কিং
১১. ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
=> আরেক ফাল্গুন
১২. ১৯৪৭ সালের সীমানা কমিশন কোন সামে পরিচিত?
=> র‌্যাডক্লিফ কমিশন
১৩. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
=> হামিদুর রহমান
১৪. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রনালি?
=> বসফোরাস প্রণালী
১৫. ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
=> কায়রো
১৬. কোন দেশে গণতন্ত্রের জম্ম হয়েছে?
=> গ্রিসে
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছে?
=> ১৯২১ সালে
১৮. ম্যাগনাকার্টা কি?
=> ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র


১৯. বিশ্ব নারী দিবস কত তারিখ?
=> ৮ মার্চ
২০. ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায়?
=> ৮ম
২১. ‘ডায়েট’ কোন দেশের পার্লামেন্টের নাম?
=> জাপান
২২. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
=> মহেশখালি
২৩. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
=> ২০০ নটিক্যাল মাইল
২৪. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
=> ১২ নটিক্যাল মাইল
২৫. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
=> ৫ জুন
২৬. ২০২০ সালে বঙ্গবন্ধুর কততম জম্মবার্ষিকী পালিত হয়?
=> ১০০তম
২৭. রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
=> ২১তম
২৮. এপিকালচার বলতে কি বুঝায়?
=> মৌমছি চাষ
২৯. পিচিকালচার বলতে কি বুঝায়?
=> মৎস চাষ
৩০. সেরিকালচার বলতে কি বুঝায়?
=> রেশম চাষ
৩১. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
=> বঙ্গভবন
৩২. বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
=> গণভবন
৩৩. বাতাসে অক্সিজেনের পরিমান শতকরা কত ভাগ?
=> ২০.৭১% বা ২১%
৩৪. বাতাসে নাইট্রোজেনের পরিমান শতকরা কত ভাগ?
=> ৭৮%
৩৫. বাতাসে কার্বন ডাই অক্সসাইডের পরিমান শতকরা কত ভাগ?
=> ০.০৩%
৩৬. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি?
=> পানামা খাল


৩৭. পানামা খাল কত সালে নির্মাণ করা হয়?
=> ১৯১৪ সালে
৩৮. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন কোনটি?
=> ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
৩৯. কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
=> মৃত্যুক্ষধা
৪০. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস?
=> পথের দাবী
৪১. কোনটি রবীন্দ্রনাথের ঠাকুরের উপন্যাস?
=> চোখের বালি
৪২. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
=> পথের প্যাঁচালী

Post a Comment

Previous Post Next Post