Bangladesh Navy / বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচঃ নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২০
শাখার নামঃ ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সটিটিইট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
শাখার নামঃ মেডিকেল
শিক্ষাগত যোগ্যতাঃ জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.০০ ন্যূনতম।
শাখার নামঃ পেট্রেলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টয়ার্ড ও এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতাঃ পঞ্চম শ্রেণী পাস।



সকল পদের জন্য অন্যান্য শর্তাবলীঃ
১. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. অবশ্যই সাঁতার জানতে হবে।
৩. প্রার্থী অবিবাহিত হতে হবে।
৪. নাবিক: ১৭ থেকে ২০ বছর (বয়স ০১ জুলাই ২০২০ তারিখে)
৫. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর (বয়স ০১ জুলাই ২০২০ তারিখে)
৬. বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত আইনের অধীনে গ্রেফতার, দোষী, বন্দী, আটক বা কোন মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারাধীন থাকতে পারবে না।
৭. সশস্ত্র বাহিনী বা সরকারি চাকুরি থেকে বহিষ্কৃত হলে অযোগ্য বিবেচিত হবে।

৮. বিস্তরিত বাংলাদেশ নৌ বাহিনীর ওয়েভসাইটঃ www.joinnavy.navy.mil.bd

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি সম্পুর্ন পড়ুনঃ
Join Bangladesh Navy

Post a Comment

Previous Post Next Post