Bangladesh Air Force / বাংলাদেশ বিমান বাহিনী

http://www.careerzone24.com
বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদিন
পদের নামঃ ৮৩ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট / 83 BAFA Course Officer Cadet
শিক্ষাগত যোগ্যতাঃ
১. শাখাঃ জিডি (পি)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানঃ উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।
জিসিই ‘ও’ লেভেলঃ পদার্থ ও গণিতেসহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।

জিসিই ‘এ’ লেভেলঃ পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
২. শাখাঃ ইঞ্জিনিয়ারিং
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানঃ উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় পদার্থ , গণিত ও রসায়ন বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।
জিসিই ‘ও’ লেভেলঃ পদার্থ, রসায়ন ও গণিতেসহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
জিসিই ‘এ’ লেভেলঃ পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
৩. শাখাঃ লজিস্টিক/এটিসি/এডিডব্লিইসি/মিটিওরলজীক্যাল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানঃ উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় পদার্থ , গণিত বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।
জিসিই ‘ও’ লেভেলঃ পদার্থ ও গণিতেসহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
জিসিই ‘এ’ লেভেলঃ পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
৪. শাখাঃ ফিন্যান্স
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমানঃ উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় হিসাববিজ্ঞান , গণিত বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।
জিসিই ‘ও’ লেভেলঃ হিসাববিজ্ঞান ও গণিতেসহ কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
জিসিই ‘এ’ লেভেলঃ হিসাববিজ্ঞান ও গণিতসহ কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।



অন্যান্য যোগ্যতাঃ
১. নাগরিকত্বঃ বাংলাদেশী  মহিলা বা পুরুষ নাগরিক।
২. বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
৩. বয়সঃ ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৬ ডিসেম্বর ২০২০ তারিখে)।
৪. উচ্চতা পুরুষ প্রার্থীর জন্যঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি।
৫. বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্যঃ কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারন ২ ইঞ্চি।
৬. উচ্চতা মহিলা প্রার্থীর জন্যঃ কমপক্ষে জিডি (পি) ৬৪ ইঞ্চি। অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।
৭. বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্যঃ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারন ২ ইঞ্চি।
৮. ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী।
৯. চোখঃ জিপি (পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬। অন্যান্য শাখার প্রার্থীর জন্য বিধি অনুসারে।

 
বিস্তারিত জানতে নিম্নের র্সাকুলারটি দেখুন অথবা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েভসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) ভিজিট করতে পারেনঃ
Join Bangladesh Air Force

Post a Comment

Previous Post Next Post