মুজিব শতবর্ষ নিয়ে সাধারন জ্ঞান / General knowledge of Mujib Centenary

মুজিব শতবর্ষ
১) মুজিব শতবর্ষের সময়কাল কত?
=> ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
২) মুজিব বর্ষের লোগো কে ডিজাইন করেন?
=> সব্যসাচী হাজরা
৩) মুজিব বর্ষের কার্যক্রমে বীমা দিবস ঘোষনা করা হয় কোন তারিখকে?
=> ১ মার্চ
৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোন প্রতিষ্ঠানে চাকুরি করেন?
=> আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে (১ মার্চ ১৯৬০ তৎকালীন পাকিস্তানে)
৫) ১ মার্চ বীমা দিবস হিসেবে ঘোষনা দেয়ায়, জাতীয় ভোটার দিবস কত তারিখে পালন করা হবে?
=> ২ মার্চ
৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কয়টি স্মারক মুদ্রা প্রকাশ করবে?
=> ৪ টি
৭) মজিবশত বর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধকে কি সম্মাননা দিতে যাচ্ছে?
=> ডক্টর অব লজ
৮) বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের সমাবর্তন অনুষ্ঠিত হবে?
=> ৫ সেপ্টেম্বর ২০২০

৯) ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি প্রদানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কে?
=> ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি
১০) মজিব বর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?
=> ২২-২৩ মার্চ ২০২০
১১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর ৭ মার্চ ভাষণ পাঠ করেন কে?
=> কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন
১২) বঙ্গবন্ধুর জম্মশত বর্ষ উদযাপনের জন্য কাউন্টডাইন (ক্ষণগণনা) শুরু হয় কখন থেকে?
=> ১০ জানুয়ারি ২০২০
১৩) বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নতুন কত টাকার নোট চলু করে?
= ২০০ টাকার নোট (এটি ৭ম নোট)
১৪) মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে কবে?
= ৬ জুলাই ২০১৮ 
১৫) মুজিব বর্ষ পালনের জন্য কতটি পরিকল্পনা হতে নেয়া হয়েছে?
=> ২৯৬ টি
১৬) বাংলাদেশের স্বাধৗনাতার অর্ধ-শতবর্ষ উদযাপিত হবে কবে?
=> ২৬ মার্চ ২০২১
১৭) আর্ন্তজাতিক কোন প্রতিষ্ঠান যৌথভাবে এ দিবস পালনে সম্মতি প্রকাশ করেছে?
=> ইউনেস্কো

১৮) মুজিব বর্ষ পালন করবে ইউনেস্কোর কতটি সদস্য দেশ?
=> ১৯৩ টি
১৯) ২০২০ সাল থেকে বঙ্গবন্ধুর নামে কোন প্রতিষ্ঠান পুরষ্কার দিবে?
=> ইউনেস্কো (নাম: বাংলাদেশ)
২০) বঙ্গবন্ধু বিপিএল (৭ম আসর) ২০১৯ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
=> রাজশাহী রয়্যালস
২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ৩য় বইয়ের নাম কি?
=> আমার দেখা নয়াচীন
২২) ২০০৪ সালে বিবিসি জরিপে জনপ্রিয় ‘ভোটে’ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কে?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৩) বঙ্গবন্ধুর আত্মজীবনী অবলম্বন নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি?
=> চিরন্জীব মুজিব
২৪) এর পরিচালকের নাম কি?
=> নজরুল ইসলাম
Previous Post Next Post