পরীক্ষা প্রস্তুতি বাংলা গদ্য

www.careerzone24.com/
১) ‘রেইরকোট’ গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে কোথায়?
=> নুরুল হুদার জবানিতে
২) নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করেছিল কেন?
=> মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে।
৩) ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পের মানুষের বয়স কত?
=> দুই মিলিয়ন বছর
৪) সৌরজগতে তৃতীয় গ্রহের প্রাণ সহজ ও সাধারণ কারণ কি?
=> সকল প্রাণীর গঠন একই রকম
৫) গী দ্য মোপাসাঁ জম্মগ্রজণ করেন কোথায়?
=> ফ্রান্সের নর্মান্ডি শহরে


৬) ফরাসি ভাষায় ‘কেনলেস’ গল্পটির নাম কি?
=> La Parure
৭) ‘বিড়াল’ গদ্যাংশটুকু কোন গ্রন্থ হতে নেয়া হয়েছে?
=> কমলাকান্তের দপ্তর
৮) বিড়াল খেয়ে ফেলেছে ---
=> কমলাকান্তের জন্য রাখা দুধ
৯) ‘অপরিচিতা’ গল্পের নায়ক ও নায়িকার নাম কি?
=> অনুপম ও কল্যাণী
১০) ‘চাষার দুক্ষু’ গদ্যাংশটুকু রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন গ্রস্থ হতে গৃহীত?
=> রোকেয়া রচনাবলি
১১) ‘রোকেয়া রচলাবলি’ প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
=> বাংলা একাডেমি
১২) ‘চাষার দুক্ষ’ প্রবন্ধে উল্লিখিত কৃষক কন্যার নাম কি?
=> জমিরন


১৩) ‘আহবান’ গল্পে লেখকের সহপাঠী ছিলেন কে?
=> আবেদালি
১৪) ‘আজ্ঞে সামান্য মাইনি পাই’ - ‘মাইনে’ দ্বারা বোঝানো হয়েছে?
=> মাসিক বেতন
১৫) মোতাহের হোসেন চৌধুরী মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন কাকে?
=> বুক্ষকে
Previous Post Next Post