কম্পিউটার ও তথ্য প্রযুক্তি


www.careerzone24.com
১) কম্পিউটার প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে কি বলে?
=> লুপিং
২) অ্যাপর প্রজম্মের কম্পিউটারে কি ধরনের প্রসেসিং ব্যবহৃত হয়?
=> প্যারালাল
৩) গাড়ির ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য কি ব্যবহৃত হয়?
=> মাইক্রোকন্ট্রোলার
৪) গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে বেশি কোন বাস প্রয়োজন হয়?
=> ভেসা
৫) মাইক্রো ক্যামেরাযুক্ত কোন নল দিয়ে ক্ষতস্থান শনাক্ত করা হয়?
=> ক্রায়োপ্রোব
৬) অনলাইনের মাধ্যমে অর্থ উপাজর্নের প্রক্রিয়াকে কি বলে?
=> আউটসোর্সিং
৭) ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ রক্ষা করে কি?
=> সফটওয়্যার
৮) আয়াতাকার বেসের উপর বসানো একটি দন্ডবিশিষ্ট ইনপুট ডিভাইসকে কি বলে?
=> জয়স্টিক

৯) গ্রাফিক্স ট্যাবলেট কি?
=> ছবি আঁকার একটি ইনপুট ডিভাইস
১০) কম্পিউটারের মূল মেমোরি কি দিয়ে তৈরি?
=> সিলিকন
১১) প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে কি বলে?
=> বিপিএস
১২) যে প্রটোকল ওয়েভ সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে কি বলে?
=> এসটিটিপি
১৩) ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা কে?
=>  লরেন্স জে. এলিসন
১৪) ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় করলে তাকে কি বলে?
=> অনলাইন শপিং
১৫) বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ব্যবহৃত হয় কি?
=> ইউনিকোড
১৬) যে ডিভাউস একটি নেটওয়ার্ককে অন্য একটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলে?
=> গেটওয়ে
১৭) প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা কোথায় জমা থাকে?
=> রেজিস্টারে
১৮) কী-বোর্ড কার্সর মুভমেন্টে কতটি “কী” রয়েছে?
=> চারটি
১৯) কম্পিউটার তৈরির সময় মেমোরিতে যেসব প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে কি বলে?
=> ফর্মওয়্যার

২০) কোন অনুবাদ প্রোগ্রাম ছাড়াই কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে?
=> মেশিন ভাষা
২১) কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে কি বলে?
=> গিবারিশ
২২) ইনকামিং ই-মেইল গ্রহণ করার সর্বাধিক জনপ্রিয় প্রটোকল কি?
=> POP3
২৩) বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান শুরু হয় কবে?
=> ২০০৫ সালে
২৪) সাধারণত ইন্টারনেট ও ফাইল শেয়ার করতে কি ব্যবহৃত হয়?
=> রাউটার
২৫) কোথায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান গ্রাউন্ড স্টেশন অবস্থিত?
=> গাজীপুর (জয়দেবপুর)
২৬) কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে কি বলা হয়?
=> ইন্টারনেট
২৭) সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি?
=> সুপার কম্পিউটার
২৮) কম্পিউটার সিস্টেমের ধাপ কয়টি?
=> চারটি
২৯) কোনটি সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার?
=> লেজার
৩০) সিডি, ডিভিডি ও পেনড্রাইব কোন ধরনের মেমোরি?
=> সহায়ক মেমোরি
৩১) বায়োমেট্রিক্সে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় প্রযুক্রির নাম কি?
=> ফিঙ্গারপ্রিন্ট
Previous Post Next Post