১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ বিস্তারিত ও আবেদন প্রক্রিয়া / 16th Teacher Registration Examination 2019 Detailed and Application Process

http://www.careerzone24.com/2019/06/16th-teacher-registration-examination.html
সস্প্রতি ষোড়শ শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশিত করা হয়েছে। ১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) এর পরীক্ষা ২০১৯ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)এর অধীনে অনুষ্ঠিত হবে।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার NTRCA এর ওয়েবসাইট www.ntrca.teletalk.com.bd অথবা www.ntrca.com.bd থেকে দেখা যাবে ও ডাউনলোড করা যাব এব অনলাইলে আবেদন করা যাবে।

নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময়সীমা:
আবেদন শুরু : অনলাইনে আবেদন ও পি জমা প্রদান শুরু ২৮ মে, ২০১৯ (বেলা ৩টা)থেকে।
আবেদন শেষ : অনলাইনে আবেদন ও পি জমা প্রদান সময় শেষ ১৯ জুন ২০১৯ (সন্ধ্যা ৬টা) পর্যন্ত।
বি:দ্র: আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আবেদনের পি টেলিটক নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্বাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: ৩০ আগষ্ট ২০১৯

অনলাইন আবেদন পূরনের নিয়ম:
অনলাইন আবেদন করতে হবে NTRCA এর ওয়েবসাইট www.ntrca.teletalk.com.bd থেকে।
ওয়েবসাইট প্রবেশের পর Application Form বাটনে ক্লিক করে আবেদন শুরু করতে পারবেন।
আবেদন শুরু করার আগে প্রার্থীকে অবশ্যই নিজের রঙ্গিন ছবি ও স্বাক্ষর সাইজ করে নিতে হবে।
অনলাইনে পুরণকৃত তথ্য যেহেতু পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমসমূহে ব্যবহৃত হবে, সেহেতু অনলা্ইনে পূরণকৃত আবেদন Submit করার পূর্বেই পূরণকুত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে শতভাগ নিশ্চিত হওয়া উচিত।

পরীক্ষার ফি প্রদানের নিয়ম:
অনলাইনে আবেদনের পর পাওয়া ইউজার আইডি, ছবি ও স্বক্ষরযুক্ত একটি এ্যপ্লিকেশন কপি পাবেন। উক্ত এ্যপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট এবং ডাউনলোড করে সংরক্ষন করতে হবে। এ্যপ্লিকেশন কপিতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক এর প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ৩৫০ টাকা আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।


প্রথম এসএমএস: মোবাইলে ম্যাসেজ অপসনে গিয়ে টাইপ করুন    NTRCA<Space>User ID Number
       Send করুন 16222 নম্ববে।
দ্বিতীয় এসএমএস: মোবাইলে ম্যাসেজ অপসনে গিয়ে টাইপ করুন NTRCA<Space>Yes<Space>PIN (প্রথম এসএমএস এর ফিরতি এসএমএস এ প্রাপ্ত পিন নম্বরটি)
       Send করুন 16222 নম্ববে।

প্রিলিমিনারি টেস্ট সময় ও পদ্ধতি:
স্কুল-২ ও স্কুল পর্যায় এর পরীক্ষা হবে ৩০.০৮.১৯ (শুক্রবার) সকাল ১০.০০টা থেকে ১১.০০টা পর্যন্ত।
কলেজ পর্যায় এর পরীক্ষা হবে ৩০.০৮.১৯ (শুক্রবার) বিকাল ০৩.০০টা থেকে ০৪.০০টা পর্যন্ত।
প্রার্থীদের ১০০ (একশত) নম্বরেরি এমসিকিউ টাইপ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবে, প্রতিটি ভূল উত্তরের জন্য ০.০৫ নম্বর করে কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় ৪০% নম্বর পেলে পাশ বলে গণ্য হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ন প্রথীকে যেসকল প্রয়েজনীয় কাগজপত্র পাঠাতে হবে:
১. অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের হার্ডকপি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এর সত্যায়িত কপি।
৩. স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের নম্বরপত্র এর সত্যায়িত কপি।
৪. নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি।
৫. প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্রের সত্যায়িত কপি।
৬. জাতীয় পরিচয় সনদ এর সত্যায়িত কপি।
 পাঠানোর ঠিকানা:
 প্রাপক,
   ঢাকা জি.পি.ও বক্র নম্বর-১০৩
   ঢাকা-১০০০
বি:দ্র: আবেদনপত্রের হার্ডকপি কোনক্রমেই হাতে হাতে এনটিআরসিএ কার্যালয়ে গ্রহণ করা হবে না।

লিখিত পরীক্ষার সময়সূচি:
স্কুল-২ ও স্কুল পর্যায় এর পরীক্ষা হবে ১৫.১১.১৯ (শুক্রবার) সকাল ০৯.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত।
কলেজ পর্যায় এর পরীক্ষা হবে ১৬.১১.১৯ (শনিবার) সকাল ০৯.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ন্ প্রথীদের অনুকূলে মৌখিক পরীক্ষার প্রবিশপত্র www.ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান করা হবে।


বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে ক্লিক করুন।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।
Previous Post Next Post