আন্তর্জাতিক বিষয়াবলি / International Affairs

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি
১. জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
উত্তর: প্রথম জজ
২. ফিদেল ক্যাস্ট্রো ক্ষমতায় আসার আগে কিউবা শাসন করতেন কে?
উত্তর: জেনারেল বাতিস্তা
৩. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কখন?
উত্তর: ১৪ জুলাই, ১৭৮৯
৪. দক্ষিণ-পূব এশিয়ার কোন দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল?
উত্তর: ফিলিপাইন
৫. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
উত্তর: অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতা সম্পক
১. ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম কি?
উত্তর: সুইস গাড
২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষনা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য কি ছিল?
উত্তর: ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
৩. ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে অবস্থিত গোলন মালভূমি দখল করে কত সালে?
উত্তর: ১৯৭৩ সালে


৪. ইউরোপোল সৃষ্টি হয় কোন চুক্তির মাধ্যমে?
উত্তর: ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে
৫. এফবিআই’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট
৬. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ২৭ আগস্ট, ১৯২৮ সালে
৭. প্রথম জেনেভা কনভেনশন গ্রহীত হয়েছিল কত সালে?
উত্তর: ১৮৬৪ সালে

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যূ ও কূটনীতি
১. ‘ইকোলজি’ শব্দটি সবপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: জার্মান বিজ্ঞানী আর্নেষ্ট হেকেল
২. সাগরের শেওলার সালোকসংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বাতাসে অক্সিজেন আসে কত ভাগ?
উত্তর: ৭০ ভাগ
৩. ই-৮ কি?
উত্তর: ৮টি পরিবেশ দূষণকারী দেশ
৪. ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ কর্তৃক নিধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত?
উত্তর: ০.০১ মিলিগ্রাম/লিটার
৫. এসএমওজি কি?
উত্তর: দূষিত বাতাস

আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অথনৈতিক প্রতিষ্ঠান
১. IAEA’র পূণরূপ কি?
উত্তর: Internaional Atomic Energy Agency
২. ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি গঠিত হয় কবে?
উত্তর: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯


৩. NAM’র বতমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১২০টি
৪. আয়তনে কমনওরয়েথ এর বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: কানাডা
৫. আয়তনে কমনওরয়েথ এর ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: নাউরু
৬. ASEAN কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৮ আগস্ট, ১৯৬৭ সালে

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ
১. আন্তজাতিক আত্মসংযম বষ হিসেবে ঘোষনা করা হয় কোন সালকে?
উত্তর: ২০১৯সাল
২. অ্যাপেক সম্মেলন ২০১৮ সালের কত তারিখে অনষ্ঠিত হয়?
উত্তর: ১৭ নভেম্বর
৩. প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবষ পালিত হয় কত তারিখে?
উত্তর: ১১ নভেম্বর, ২০১৮
৪. কিলোগ্রাম কে বৈদ্যুতিক তরঙ্গের আলোকে সংজ্ঞায়িত হয় কবে থেকে?
উত্তর: ২০ মে ২০১৯ থেকে
৫. ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ১৪-১৫ জুন, ২০১৯
৬. ইউনিসেফ’র কনিষ্ঠতম শুভেচ্ছা দূত কে?
উত্তর: মিলি ববি ব্রাউন
৭. সাকর্ভুক্ত দেশের মধ্যে গড় আয়ুর শীষ দেশ কোনটি?
উত্তর: মালদ্বীপ
আন্তর্জাতিক বিষয়াবলি / International Affairs

Previous Post Next Post