ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা / Geography, Environment and Disaster Management


http://www.careerzone24.com/2019/05/geography-environment-and-disaster.html
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা
১. বাংলাদেশ ভারতের সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয় কত কি.মি.?
উত্তর: ১৯,৪৬৭ বর্গ্ কি.মি.
২. ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তর: ৬টি
৩. দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল কোথায় অবস্থিত?
উত্তর: লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়
৪. বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
উত্তর: ৭%
৫. কোনটি পৃথিবীর একমাত্র উপগ্রহ?
উত্তর: চাঁদ
৬. সেনকাকু দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
উত্তর: চীন ও জাপান
৭. কোথায় লালকরিডোর অবস্থিত?
উত্তর: ভারতে
৮. পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে কোন দেশের?
উত্তর: চীন ও রাশিয়ার
৯. ভ্লদিভস্টক শহরটি কোথায় অবস্থিত?
উত্তর: রাশিয়ার পূর্বাঞ্চলে
১০. বিশ্বে বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের?
উত্তর: ডেনমার্কের
অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, সম্পদের বণ্টন ও গুরুত্ব
১. ভূ-ত্বকের প্রধান উপাদান কি?
উত্তর: অক্সিজেন
২. গ্রাফাইট কি?
উত্তর: রূপান্তরিত শিলা
৩. বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি?
উত্তর: ওডস ডেল স্যালাডো
৪. ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়?
উত্তর: উত্তর মহাসাগরে
৫. পৃথিবীর গভীরতম খাল কোনটি?
উত্তর: পানামা
৬. কোনটি পৃথিবীর বৃহত্তম খাল?
উত্তর: সয়েজ খাল

বাংলাদেশের পরিবেশ
১. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন পাস হয় কখন?
উত্তর: ১৯৯৫ সালে
২. বাংলাদেশে সবচেয়ে বেশি চর রয়েছে কোন নদীতে?
উত্তর: যমুনা
৩. বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?
উত্তর: মৌলভীবাজারের কলাউড়া পাহাড়ে
৪. সমুদ্র বন্দর কয়টি?
উত্তর: ৩টি
৫. বেসরকারি সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: সোনাদিয়া মহেশখালী
৬. বাংলাদেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তর: হরিপুর বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ
১. গাড়ির কালো ধোয়ায় কি থাকে?
উত্তর: কার্ব্ন মনোঅক্সইড
২. বাংলাদেশে কবে প্রথম জাতীয় পরিবেশ নীতি হয়?
উত্তর: ১৯৯২ সালে
৩. মেটিওরোলজী কি?
উত্তর: আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান
৪. পাট কোন অঞ্চলের ফসল?
উত্তর: গরম অঞ্চলের
৫. বাংলাদেশে কোন সালে সংঘটিত ঘূর্ণিঝড় বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে?
উত্তর: ১৯৭০সালে
প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা
১. সুনামির ফলে ঢেউয়ের গতিবেগ ঘন্টায় কত মাইল পর্য্ন্ত হতে পারে?
উত্তর: ৫০০ থেকে ৮০০ মাইল
২. বাংলাদেশে নদী ভাঙ্গন হয় কতটি উপজেলায়?
উত্তর: ১০০টি
৩. ১৯৯৮ সালে বাংলাদেশে কোন প্রাকৃতিক দুর্যোগটি হয়েছিল?
উত্তর: শতা্ব্দীর ভয়াবহতম বন্যা
৪. বাংলাদেশে সাধারনত টর্নেডো হয় কখন?
উত্তর: বৈশাখ মাসে
Previous Post Next Post