বাংলা ভাষা ও সাহিত্য পাঠ - ২ / Bangla Language and Literature Part - 2



প্রাচীন ও মধ্যযুগ
১. চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া গিয়েছে?
উত্তর: ছয়টি
২. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি?
উত্তর: হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
৩. কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
উত্তর: মুনিদত্ত
৪. অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে কখন?
উত্তর: তুর্কি আক্রমণের কারণে
৫. ‘প্রাকৃত পৈঙ্গল’ ও নিরঞ্জনের রুষ্মা কবিতাদ্বয় কোন কাব্যের অন্তর্ভূক্ত?
উত্তর: শূন্যপুরাণ কাব্যের
৬. মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী কি?
উত্তর: ডাক ও খনার বচন
৭. ক্রমের দিক হতে বাংলা দ্বিতীয় গ্রস্থ কোনটি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য এর অন্য নাম কি?
উত্তর: শ্রীকৃষ্ণ সন্দভ
১০. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উত্তর: মনসামঙ্গল
১১. প্রকৃত চন্ডীমঙ্গল বলতে আমরা কোন খন্ডকে বুঝি?
উত্তর: কালকেতু উপখ্যানকে
১২. ‘সত্য পীরের পাঁচালী’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ভারতচন্দ্র রায়
১৩. মালাধর বসুর উপাধি কি?
উত্তর: গুণরাজ খান
১৪. কৃষ্ণ দ্বৈপায়নের নাম বেদব্যান হয়েছিল কেন?
উত্তর: বেদ এর ব্যাখ্যা প্রদান করেছিলেন বলে
১৫. ‘লাইলি-মজনু’ কাব্যের রচয়িতা কে?
উত্তর: দৌলত উজির বাহরাম খান
১৬. ‘লাইলি-মজনু’ কাব্যের মজনুর প্রকৃত নাম কি?
উত্তর: কায়েস
১৭. মধুমালতী কাব্যের মূল রচয়িতা ও মূল গ্রন্থের নাম কি?
উত্তর: মূল রচয়িতা মনঝন, মূল গ্রন্থের নাম মধুমালৎ

আধুনিক যুগ
১. ফোট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?
উত্তর: ১৮০০ খ্রি.
২. ফোট উইলিয়াম কলেজ কোথায় স্থাপিত হয়?
উত্তর: কলকাতার লালবাজারে
৩. কেরী সাহেবের মুনশী বলা হয় কাকে?
উত্তর: রাম রাম বসুকে
৪. কার আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিং আইনের দ্বারা সতীদাহ প্রথা নিরোধ করেন?
উত্তর: রামমোহন রায়
৫. কারা ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেন?
উত্তর: সংস্কৃত কলেজ
৬. বাংলা সাহিত্যে শিল্পসম্মত গদ্য সাহিত্যের জনক বলা হয় কাকে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
৭. বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
উত্তর: ব্যাকরণ কৌমুদী
৮. বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরষ কে?
উত্তর: প্যারীচাঁদ মিত্র
৯. ‘আলালের ঘরের দুলাল’ এ বাগধারার অথ কি?
উত্তর: আদরের নষ্ট পুত্র
১০. সাহিত্য সম্রাট নামে খ্যাত লেখক?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. ‘কুন্দনন্দিনী’ কোন উপন্যানের চরিত্র?
উত্তর: বিষবৃক্ষ
১২. ‘গাজী মিয়ার বস্তানী’ রচনা করেন কে?
উত্তর: মীর মশাররফ হোসেন
১৩. মীর মশাররফ হোসেনের ‘মোসলেম বীরত্ব’ কোন ধরনের গ্রস্থ?
উত্তর: কাব্যগ্রন্থ
১৪. ‘রৈবতক, ‘কুরুক্ষেত্র’ প্রভান-এই ত্রয়ী মহাকব্য কার রচনা?
উত্তর: নবীনচন্দ্র সেন
১৫. ‘প্যারাডাইস লস্ট’ কার রচনা?
উত্তর: মিল্টন
১৬. ‘সধবার একদশী’ কোন ধরনের রচনা?
উত্তর: কমেডি
১৭. ‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
১৮. ‘রতন’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের?
উত্তর: পোস্টমাস্টার
১৯. পঞ্চভূত কার লেখা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২০. ‘ঠাকুর’ পরিবারের আসল পদবী কি ছিল?
উত্তর: কুশারী
২১. অগ্নি-বীণা কি ধরনের গ্রস্থ?
উত্তর: কাব্যগ্রস্থ
২২. ‘কাঁদো নদী কাঁদো’ কোন ধরনের সাহিত্যকম?
উত্তর: উপন্যাস
২৩. ছাত্র অবস্থায় রচিত যে কবির কবিতা কলকাতার পাঠ্যপুস্তকে অর্ন্তভূক্ত হয়েছিল?
উত্তর: জসিমউদ্দীন
২৪. ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ ভ্রমণকাহিনী রচনা করেন কে?
উত্তর: ধ্বনিতত্ত্ববিদ মুহাম্মদ আবদুল হাই
Previous Post Next Post