বাংলা ভাষা ও সাহিত্য পাঠ -১ / Bangla Language and Literature Part - 1


http://www.careerzone24.com/2019/05/bangla-language-and-literature-part-1.html
বাক্য শুদ্ধি
অশুদ্ধ: সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
শুদ্ধ: সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অশুদ্ধ: বৃক্ষটি সমূলেসহ উৎপাটিত হয়েছে
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
অশুদ্ধ: বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
শুদ্ধ: বাংলাদেশ সমৃদ্ধ দেশ
অশুদ্ধ: মেয়েটি সুকেশিনী এবং সুহাসি
শুদ্ধ: মেয়েটি সুকেশী এব্ং সুহাসিনী
অশুদ্ধ: মেয়েটি যেমন তুড়িৎকর্মা তেমনি সুন্দর
শুদ্ধ: মেয়েটি যেমন করিৎকর্মা তেমনি সুন্দর

সমাথক শব্দ
১. ঝড়= ঝটিকা, প্রবলবায়ু, ঘূর্ণিঝড়
২. খড়গ= কৃপণ, অসি, তরবারি
৩. অশ্ব= বাজী, তুরগ, হয়
৪. আকাশ= ব্যোম, গগন, দুৎ
৫. জল= উদক, অম্বু, বারি
৬. নদী= তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী

বানন শুদ্ধি
অনসূয়া, আশিস, নিক্বণ, শ্বশুর,
শ্লেষ্ম, সূচ্যগ্র, মাতৃস্বসা, ব্যুৎপত্তি

সমাস
১. নবান্ন - নতুন ধানে যে অন্ন (বহুব্রীহি)
২. শতাব্দী – শত অব্দের সমাহার (দ্বিগু)
৩. স্মৃতিসৌধ – স্মৃতি রক্ষার্থে যে সৌধ (মধ্যপদলোপী কমধারয়)
৪. ভবনদী – ভব রূপ নদী (রূপক কমধারয়)
৫. অনাদর – ন আদর (নঞ তৎপুরুষ)
পরিভাষা
১. Aesthtics - নন্দনতত্ত্ব
২. Breeding - প্রজনন
৩. Funeral - শেষকৃত্য
৪. Hygiene - স্বাস্থ্যবিদ্যা
৫. Dialect - উপভাষা
৬. Midwife - ধাত্রী
৭. Phycentric - বহুকেন্দ্রিক
৮. Transparent – স্বচ্ছ

বিপরীতাথক শব্দ
১. অতিকায় – ক্ষদ্রাকয়
২. আদিষ্ট – নিষিদ্ধ
৩. ব্যক্ত – গম্ভীর
৪. পালক – পালিত
৫. খিড়কি – সিংহদ্বার
৬. প্রকৃত – বিকৃত

সন্ধি
১. ধনুবিদ্যা = ধনু:+বিদ্যা
২. বাগাড়ম্বর = বাক্+আড়ম্বর
৩. সংবিধান = সম+বিধান
৪. জলৌকা = জল+ওকা
৫. সন্তাপ = সম+তাপ
৬. যথেষ্ট = যথা+ইষ্ট
৭. নিষ্ঠা = ষষ্+থ
৮. ব্যথ = বি+অথ

ধ্বনি/বণ
১. মাত্রাহীন বণ- ১০টি
২. অধমাত্রার বণ- ৮টি
৩. পূনমাত্রা বণ- ৩২টি
৪. বাংলা ধ্বনিতে ১০টি কার ও ৬টি ফলার প্রয়োগ রয়েছে
Previous Post Next Post