৩০তম, ৩১তম, ৩২তম ও ৩৩তম বিসিএস পরীক্ষা : বাংলাদেশ বিষয়াবলি / 30th, 31th, 32th and 33th BCS Exam : Bangladesh


http://www.careerzone24.com/2019/05/30th-31th-32th-and-33th-bcs-exam.html
১. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁ
২. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রির্পোট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
উত্তর: নবম
৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ সালে
৪. কে বাংলা সাল গণনা শুরু করে?
উত্তর: আকবর
৫. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কম কমিশন গুঠিত হয়?
উত্তর: ১৩৭ অনুচ্ছেদ
৬. গাম্ভিরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ
৭. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে?
উত্তর: ৪টি
৮. রেলপথে ঢাকা থেকে খুলনার দুরত্ব কত কি.মি.?
উত্তর: ৬২৭ কি.মি.
৯. কোন দেশ বতমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য দেয়?
উত্তর: জাপান
১০. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন?
উত্তর: ২০১০ সালে
১১. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তর: ডাউকি
১২. BRTC এর ইংরেজি পূণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission.
১৩. বাংলাদেশ রেলওয়ের সববৃহৎ কারখানা কোথায়?
উত্তর: সৈয়দপুর
১৪. বাংলাদেশের White Gold কি?
উত্তর: চিংড়ি
১৫. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়?
উত্তর: কক্সবাজার
১৬. “সোনালিকা” ও “আকবর” বাংলাদেশের কৃষিতে কিসের নাম?
উত্তর: উন্নত জাতের গমের নাম
১৭. “আলোকিত মানুষ চাই” এটি কার শ্লোগান?
উত্তর: বিশ্ব সাহিত্য কেন্দ্র
১৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এর অনুপাত কত?
উত্তর: ১০:৬
১৯. কোন জেলার চা-বাগান বেশি?
উত্তর: মৌলভীবাজার
২০. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
উত্তর: ১২০৪
২১. প্রাচীন চন্দ্রদ্বীপের বতমান নাম কি?
উত্তর: বরিশাল
২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
উত্তর: ৪টি
২৩. বাংলাদেশের নদী গবেষণা প্রতিষ্ঠান কোথায়?
উত্তর: ফরিদপুর
২৪. সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী
২৫. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
উত্তর: ০১.১১.২০১৭


২৬. ৬ দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে
২৭. দেশের প্রথম ঔষধ পাক কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর: গজারিয়া
২৮. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উত্তর: ২০০০ সালে
২৯. বাংলাদেশের জাতীয় ফলের নাম কি?
উত্তর: কাঁঠাল
৩০. বাংলাদেশের সংবিধান এ পযন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তর: ১৭টি
৩১. পূবাশা দ্বীপের অপর নাম কি?
উত্তর: দক্ষিণ তালপট্টি দ্বীপ
৩২. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর
৩৩. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তর: কক্সবাজার
৩৪. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অজনকারী বিষয় কি?
উত্তর: তৈরি পোশাক শিল্প
৩৫. শালবন বিহার কোথায়?
উত্তর: কুমিল্লার ময়নামতির পাশে
৩৬. সাবাস বাংলাদেশ এর ভাস্কযটি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩৭. এশিয়া কাপ ক্রিকেট ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
উত্তর: শেরে বাংলা স্টেডিয়াম
৩৮. বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে?
উত্তর: ২৬ মাচ
৩৯. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিল?
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানি
৪০. বাংলাদেশের রাজধানী কোনটি?
উত্তর: ঢাকা
৪১. শিল্প জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?
উত্তর: ময়মনসিংহে
৪২. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি “কলকাতা ফ্লিম  ফেস্টিভাল” পুরস্কার লাভ করে?
উত্তর: গেরিলা
৪৩. বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
উত্তর: ১১জন
Previous Post Next Post