২৭তম, ২৮তম ও ২৯তম বিসিএস পরীক্ষা : বাংলাদেশ বিষয়াবলি / 27th, 28th and 29 BCS Exam : Bangladesh

http://www.careerzone24.com/2019/05/27th-28th-and-29-bcs-exam-bangladesh.html

১. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
২. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নিবাচন কবে হয়েছিল?
উত্তর: ৭ মাচ, ১৯৭৩
৩. নিঝুম দ্বীপের আয়তন কত?
উত্তর: ৯১ বগ কি.মি.
৪. হাজংদের অধিবাস কোন জেলায়?
উত্তর: নেত্রকোনা ও ময়মনসিংহ
৫. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত মিটার?
উত্তর: ৪৬.৫ মিটার
৬. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭৯
৭. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি ছিল?
উত্তর: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
৮. ঢাকায় সবপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তর: ১৬১০ খ্রি.
৯. কোন গোষ্ঠী থেকে বাঙলি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তর: অস্ট্রিক
১০. “নাইপোট” কি?
উত্তর: জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
১১. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সবস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?
উত্তর: ২৮ (২) নং অনুচ্ছেদে
১২. বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর: ১৯০৯ মার্কিন ডলার (পরিবতন যোগ্য)
১৩. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” উপাধি লাভ করে কতজন?
উত্তর: ৪২৬ জন
১৪. বাংলাদেশের ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: ঈশ্বরদী
১৫. রাজারবাগ পুলিশ লাইনে “দুজয়” ভাস্কযটির শিল্পী কে?
উত্তর: মৃণাল হক
১৬. চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হয়েছে?
উত্তর: ১৭০ কি.মি.
১৭. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
উত্তর: রক্ত সোপান
১৮. বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী
১৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তর: ৬.১৫ কি.মি.
২০. বাংলাদেশে সবপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
উত্তর: ফিরোজা বেগম
২১. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
২২. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
উত্তর: হামিদুর রহমান
২৩. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উত্তর: হুমায়ুন রশীদ চৌধুরী
২৪. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ২জন
২৫. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
উত্তর: ৮ম (পরিবতন যোগ্য)


২৬. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর: ৮ বগ কিলোমিটার
২৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ সালে
২৮. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তর: ৪০টি (পরিবতন যোগ্য)
২৯. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
৩০. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ?
উত্তর: ভারত
৩১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৩২. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি?
উত্তর: গৌড়
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গনি ওসমানি
৩৪. পাবত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
উত্তর: ৩টি
৩৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১টি
৩৬. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: নাফ
৩৭. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙ্গা
৩৮. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তর: হোসেন শাহ
Previous Post Next Post