২৬তম বিসিএস পরীক্ষা : বাংলাদেশ বিষয়াবলি / 26th BCS Exam Suggestion


http://www.careerzone24.com/2019/05/26th-bcs-exam-suggestion.html
২৬তম বিসিএস পরীক্ষা : বাংলাদেশ বিষয়াবলি
 
১. “ইরাটম” কি?
উত্তর: উন্নত জাতের ধান
২. বেসরকারি বিল কাকে বলে?
উত্তর: সংসদ সদস্যদের উত্থাপিত বিল
৩. বাংলাদেশে কৃষি ক্ষেত্রে “বলাকা” ও “দোয়েল” নাম দুটো কিসের সাথে সম্পৃক্ত?
উত্তর: উন্নত জাতের গম
৪. প্রথম আইসিসি ট্রপিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: শফিকুল হক হীরা
৫. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
উত্তর: ভৈরব
৬. আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৯৯ সালে
৭. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৫ সালে
৮. দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্প এর কাজ চলছে?
উত্তর: কয়লা
৯. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তর: সুবেদার ইসলাম খান
১০. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: নায়েম
১১. “সাবস বাংলাদেশ” ভার্স্কযটির শিল্পী কে?
উত্তর: নিতুন কুন্ডু
১২. “সূযদীঘল বাড়ী” চলচ্চিতত্রের পরিচালক কে?
উত্তর: শেখ নিয়ামত শাকের
১৩. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
উত্তর: ডিভ্যালু
১৪. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত?
উত্তর: ঈশ্বরদী
১৫. শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া
১৬. বাংলাদেশে সবপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়েছিল?
উত্তর: ৪ জানুয়ারি ১৯৯০ সালে
১৭. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন?
উত্তর: ৬(২) অনুচ্ছেদে
১৮. বাংলাদেশ ও.আই.সি এর সদস্য হয় কোন সালে?
উত্তর: ১৯৭৪ সালে
১৯. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়ে থাকে?
উত্তর: ১৫ জন
২০. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কোন সালে গঠিত হয়?
উত্তর: ২০০১ সালে
২১. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি?
উত্তর: ৩০ টি
২২. বাংলাদেশ কোন সালে বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে?
উত্তর: ১৯৯৫ সালে


২৩. বাংলাদেশে প্রখম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর: এবি ব্যাংক (আরব বাংলাদেশ ব্যাংক)
২৪. “স্পারসো” কোন মন্ত্রনালয়ের অধীনে?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রনালয়
২৫. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়?
উত্তর: ১৯৮০ সালে
২৬. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তর: তিস্তা সেচ প্রকল্প
২৭. “মনপুরা-৭০” কি?
উত্তর: একটি চিত্রশিল্প
২৮. কোন আইন সংস্কার করে “র‌্যাব” গঠন করা হয়?
উত্তর: আমড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট ১৯৭৯
২৯. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
উত্তর: গ্রামীণ ব্যাংক
৩০. বাংলাদেশের সববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
উত্তর: শোলাকিয়া (কিশোরগঞ্জ)
৩১. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: হাড়িয়াভাঙ্গা
৩২. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমান কত একর?
উত্তর: ২ কোটি ৪০ লক্ষ একর
৩৩. বাংলার নববষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উত্তর: সম্রাট আকবর
৩৪. “কান্তজীর মন্দির” কোন জেলায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর
৩৫. মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান রয়েছে?
উত্তর: ১৯ টি
৩৬. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংয়োগে নাই?
উত্তর: বান্দরবান
৩৭. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
উত্তর: চাদঁপুর
৩৮. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী
Previous Post Next Post